দিব্যেন্দু রায়,ভাতার ও মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩০ ডিসেম্বর : প্রধানমন্ত্রী আবাস যোজনা বা আবাস প্লাস যোজনা নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না এরাজ্যে । ফের একবার আবাস যোজনা প্রকল্পের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগকে ঘিরে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার ভাতার ও মঙ্গলকোট । শুক্রবার সকাল থেকে ভাতার থানার মুরাতিপুরে চৌরাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেই আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ যাওয়া কয়েক’শ গ্রামবাসী । একই অভিযোগে মঙ্গলকোট ব্লকের কয়েকটি গ্রামের শতাধিক গ্রামবাসী কাটোয়া মহকুমা শাসকের কাছে স্মারকলিপি জমা দিলেন ।
জানা গেছে,এদিন সকাল থেকে ভাতারের মুরাতিপুরে বাদশাহী রোড ও বলগোনা-গুসকরা রোডের সংযোগস্থল অবরোধ করে রেখে দেয় প্রায় দুই শতাধিক মানুষ । লালটু শেখ,আমির শেখ প্রভৃতি অবরোধকারীদের অভিযোগ, সরকারি আবাস যোজনার অনুদানের জন্য অনেক যোগ্য উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আবার এমন অনেকের নাম তালিকায় রয়েছে যাদের পাকাবাড়ি রয়েছে ।’ তাই স্বচ্ছভাবে ফের তালিকা তৈরির দাবি জানান তারা । এদিকে অবরোধের জেরে প্রচুর যানবাহন আটকে যায় । খবর পেয়ে অবরোধস্থলে যায় ভাতার থানার পুলিশবাহিনী । পুলিশ বুঝিয়ে সুঝিয়ে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু অবরোধ চলতে থাকায় ঘটনাস্থলে ছুটে যান ভাতারের বিডিও অরুন বিশ্বাস এবং ভাতার থানার ওসি অরুন সোম । শেষে বিডিও বিক্ষোভকারীদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে ঘন্টা দুয়েক পর অবরোধ ওঠে ।
অন্যদিকে আবাস যোজনার তালিকায় যোগ্য ব্যক্তিদের নাম বাদ দিয়ে অযোগ্য ব্যক্তি এমনকি মৃত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে মঙ্গলকোট ব্লকের পালিগ্রাম পঞ্চায়েত এলাকায় । এনিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন এলাকার মানুষ । তবে তাঁরা পথ অবরোধ না করে কাটোয়া মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে আসেন । স্থানীয় বাসিন্দা রকি শেখ, নুরুল ইসলামদের অভিযোগ, আবাস যোজনার অনুদান থেকে কাটমানি তো আছেই, তার উপর মৃত ব্যক্তির নামে আবাস যোজনার অনুদান তুলে অন্য ব্যক্তিকে দিয়ে দেওয়া হচ্ছে । এমনকি একজনের শংসাপত্রের আইডি নম্বর দেখিয়ে অনুদান তুলে অন্যজনকে পাইয়ে দেওয়া হচ্ছে । আবাস যোজনা প্রকল্পে ব্যাপক অনিয়ম হচ্ছে আমাদের এলাকায় । তাই আমাদের দাবি এসব অনিয়ম বন্ধ করতে উদ্যোগী হোক প্রশাসন ।’।