এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৩ অক্টোবর : এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার বামনগোলা থানার বামনগোলা গ্রামে । রবিবার সকালে শোবার ঘর থেকে ওই ব্যক্তির দেহটি উদ্ধার করে বামনগোলা থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতের নাম বুদ্ধু সরেন (৫১) । প্রাথমিকভাবে পুলিশের অনুমান ওই প্রৌঢ় আত্মঘাতী হয়েছেন । তবে ঠিক কি কারনে তিনি আত্মঘাতী হলেন এনিয়ে ধন্দ্বে পরিবারের লোকজন ।
জানা গেছে,বামনগোলা গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর বুদ্ধু সরেনের স্ত্রী নেই । একমাত্র ছেলে বিশ্বনাথকে নিয়ে থাকতেন তিনি । প্রৌঢ়ের ছেলেও জনমজুরির কাজ করেন । বিশ্বনাথ বলেন, ‘শনিবার রাত্রি প্রায় ৯ টা নাগাদ আমি বাড়ি ফিরি । দেখি বাবা খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুয়ে রয়েছেন । দরজা খোলা । এনিয়ে জিজ্ঞাসা করলে বাবা আমার কোনও কথার উত্তর না দিয়ে শুয়েই থাকেন । এই দেখে আমি বাবার ঘরের দরজা ঠেসিয়ে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমতে চলে যাই । এদিন অনেক বেলা পর্যন্ত বাবা উঠছেন না দেখে তখন আমি দরজা ঠেলে ঘরে ঢুকতেই বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই ।’
ঘটনার খবর চাওড় হতেই প্রতিবেশীর ছুটে আসেন । খবর দেওয়া হয় বামনগোলা থানায় । এরপর বামনগোলা থানার পুলিশ এসে প্রৌঢ়কে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বামনগোলা মুদিপুকুর হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা ওই প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন । পরে ময়নাতদন্তের জন্য দেহটি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । প্রতিবেশীদের অনুমান,নিঃসঙ্গতার জেরে অবসাদের কারনেই আত্মঘাতী হয়েছেন ওই প্রৌঢ় । ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।।