এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,০১ জানুয়ারী : “জয় শ্রীরাম” বলাকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল ভাতাড় থানার ঝুঝকোডাঙ্গা গ্রাম । সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন জখম হয়েছে বলে খবর । আহতদের অধিকাংশই মহিলা । দুপক্ষই এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছে । তবে শুক্রবার বিকেল পর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৭ টা নাগাদ ঝুঝকোডাঙ্গা গ্রামের বাউড়িপাড়ার বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে বচসাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে যায় । শুরু হয় ইঁট, পাথর ছোড়াছুড়ি । ইঁট ও পাথরের আঘাতে ৬ মহিলা দু’জন পুরুষ অল্পবিস্তর জখম হন ।
বিজেপির ভাতার ৩৪ নম্বর মণ্ডল কমিটির সভাপতি শুচিষ্মিতা হাটি বলেন, ” ঝুঝকোডাঙ্গা গ্রামে আমাদের সমর্থক দুই যুবক এদিন সকালে পাড়ার টিউবওয়েলে মুখ ধুতে যাওয়ার সময় পিকনিক নিয়ে
নিজেদের মধ্যে আলোচনা করছিল । তখন তাদের মধ্যে একজন আবেগের বশে “জয় শ্রীরাম” বলে । কিছুটা পাশেই যে তৃণমূলের দুজন ছিল সেটা তারা খেয়াল করেনি । তখন তৃণমূলের ওই দু’জন নিছক সন্দেহের বশে গালিগালাজ করতে শুরু করে দেয় । তারপরে লোকজন জড়ো করে এনে বাড়ি বাড়ি হামলা চালায়। মহিলারা পর্যন্ত তৃণমূলের লোকজনের হাতে আক্রান্ত হয়েছেন । আমাদের দাবি দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ ।’
অন্যদিকে তৃণমূল কংগ্রেস শাসিত বামুনাড়া পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলামের পাল্টা অভিযোগ,’আজ আমাদের দলের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে ঝুঝকোডাঙ্গা গ্রামের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন হচ্ছিল । তখন একজন প্রবীণ কর্মীকে পতাকা তোলার জন্য বাউড়িপাড়ায় ডাকতে যাওয়া হয় । বিজেপির লোকজন তাদের উদ্দেশ্যে ‘জয়শ্রীরাম’ বলে টিটকারি শুরু করে । আমাদের কর্মীরা এর প্রতিবাদ করলে ওই বয়স্ক ব্যক্তির উপর হামলা চালায় বিজেপির কর্মীরা । তখন গ্রামের বেশকিছু লোকজন রুখে দাঁড়ালে ওরা পালিয়ে যায়। এর বেশি কিছু ঘটেনি ।’
এদিকে ঘটনার পর আহত বিজেপি কর্মীরা ভাতাড় থানায় অভিযোগ জানাতে আসেন। তাঁদের মধ্যে বেশ কিছু মহিলাও ছিলেন । পরে তৃণমূলের তরফ থেকে থানায় পালটা অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । নতুন বছরের শুরুতেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।।