এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ নভেম্বর : এক তৃণমূল নেত্রীর দু’জায়গায় দুটি ভোটার কার্ড ঘিরে তোলপাড় পড়ে গেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায়। ওই তৃণমূল নেত্রীর নাম শুক্লা দত্ত । তিনি তৃণমূলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যাও । তার বিরুদ্ধে বাপের বাড়ি কাটোয়ার ২৪৩ নম্বর বুথে এবং শ্বশুরবাড়ি পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়নপুরের ৮৫ নম্বর বুথের ভোটার তালিকায় নাম রেখে দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি । শুক্লা দত্তর দুই এপিক নম্বর চিহ্নিত করে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি । পাশাপাশি বিজেপি প্রশ্ন তুলছে যে, দুটি ভোটার কার্ড রেখেও কীভাবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে জিতলেন শুক্লা দত্ত ? তাদের দাবি,শুক্লা দত্তর একটি ভোটার কার্ড বাতিল করতে হবে, এবং তার পঞ্চায়েত সদস্যপদ খারিজ করতে হবে।
অভিযোগ প্রসঙ্গে শুক্লা দত্ত তার সাফাইয়ে বলেছেন,’সালানপুরে ভোটার কার্ড করার সময় আমি কাটোয়ার নাম বাদ দেওয়ার আবেদন করেছিলাম বিডিও-এর কাছে । দোষ আমার নয়, এটা প্রশাসনিক ভুল।’ একই দাবি করেছেন তার বাবা ও করুই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্রীদাম দত্তও । যদিও কাটোয়ার ২৪৩ নম্বর বুথের বুথ লেভেল অফিসার (বিএলও) হাসনা বানু বেগমের স্বীকারোক্তি তৃণমূল সদস্য পিতাপুত্রীর দাবিকে খারিজ করে দিয়েছে । তিনি বলেন,’আমি শুক্লার বাবা-মাকে বলেছিলাম নাম স্থানান্তরিত করতে। কিন্তু তারা রাজি হননি । বাধ্য হয়ে আমি নিজেই নাম বাতিলের ফর্ম পূরণ করি। এর পরেও যদি নাম না কাটা হয়ে থাকে, সেটি সংশ্লিষ্ট দপ্তরের দোষ।’
জানা গেছে,এক দু’বছর নয়, দীর্ঘ ১২ বছর আগে পশ্চিম বর্ধমানের সালানপুর থানার রূপনারায়নপুরে বিয়ে হয় শুক্লা দত্তের । শ্বশুরবাড়িতে গিয়েও তিনি ভোটার তালিকায় নাম তোলেন । শুধু তাইই নয়, ২০২৩ সালে সালানপুর পঞ্চায়েতে তৃণমূলের হয়ে লড়ে জয়লাভও করেন তিনি।কাটোয়া-২ ব্লকের বিজেপি মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষ বলেন, ‘কাটোয়ার ভোটার তালিকায় নাম রেখে কিভাবেই বা উনি সালানপুরের ভোটার তালিকায় নাম তুললেন এবং পঞ্চায়েত ভোটে প্রার্থী হলেন ? এটাই এখন প্রশ্ন । এটি স্পষ্টতই বেআইনি। এই ভুয়ো নথি ব্যবহার করেই তিনি পঞ্চায়েত নির্বাচনে লড়েছেন ও জয়ী হয়েছেন। আমরা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছি । অবিলম্বে তার এক জায়গায় ভোটার তালিকায় নাম কাটতে হবে এবং পঞ্চায়েতের সদস্যপদ বাতিল করতে হবে ।’ বিষয়টি নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক অনিবার্ণ বসু ।।

