শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৯ ফেব্রুয়ারী : বছর উনিশের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে । আজ সোমবার দুপুরে নিজেদের দোকানের মধ্যে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় । পরে খবর পেয়ে মন্তেশ্বর থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ জানিয়েছে মৃতের নাম
শেখ রিয়াজউদ্দিন । মন্তেশ্বরের ইচু গ্রামে তার বাড়ি । প্রাথমিকভাবে পুলিশের অনুমান যে হতাশায় আত্মঘাতী হয়েছে ওই যুবক । কিন্তু যুবকের আত্মহত্যার কারন নিয়ে ধন্দ্বে পরিবার-পরিজন ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মন্তেশ্বর থানার ইচু গ্রামের বাসিন্দা মুজিবর রহমানের ছেলে শেখ রিয়াজউদ্দিন । পেশায় বস্ত্র ব্যবসায়ী মুজিবর রহমানের একটু দোকান রয়েছে ইচু বাজারে । রিয়াজউদ্দিন কলা বিভাগের স্নাতক । স্নাতক করার পর সে তার বাবাকে দোকানে সহযোগিতা করত ।
জানা গেছে, আজ ব্যবসায়িক কাজে কলকাতায় গিয়েছিলেন মুজিবর রহমান। তিনি দোকান চালানোর দায়িত্ব দিয়ে যান ছেলে রিয়াজউদ্দিনের উপর । সকালে যথা সময়েই দোকান খুলতে গিয়েছিল রিয়াজউদ্দিন । মৃতের এক প্রতিবেশী হীরা শেখের কথায়,অনেক বেলা হয়ে গেল রিয়াজউদ্দিন দুপুরের খাবার খেতে পারি না আসায় তার মোবাইলে বার বার ফোন করে তার মা । কিন্তু সে কোন উত্তর দেয়নি । তখন তিনি রিয়াজউদ্দিনের দাদুকে বিষয়টি বলেন । এরপর রিয়াজউদ্দিনের দাদু ইচু বাজারে গিয়ে দেখেন দোকানের শাটার অর্ধেক নামানো । তার সন্দেহ হওয়ায় আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন । এরপর পার্শ্ববর্তী দোকানদাররা এসে শাটার তুললে দোকানের ভিতরে রিয়াজউদ্দিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় । পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।’ তবে কেন ওই যুবক আত্মঘাতী হলো তাড়াতাড়ি বলতে পারেননি । যুবকের প্রতিবেশীদের অনুমান যে রিয়াজউদ্দিনের আত্মহত্যার পিছনে প্রেমঘটিত কোন কারণ থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।