এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৮ জুন : এক তৃণমূল কর্মীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে । পুলিশ মৃত যুবককে হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন(৩০) বলে চিহ্নিত করেছে । মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী খোকরা গ্রামে সম্পর্কীয় এক বউদির বাড়িতে গুলিবিদ্ধ হন সাদ্দাম । প্রাথমিকভাবে অনুমান,পরকীয়া সম্পর্কের জেরেই এই ঘটনা ঘটেছে । এই ঘটনায় ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । যদিও মহিলার পরিবারের দাবি যে সাদ্দাম আত্মঘাতী হয়েছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বিবাহিত ৷ সে রোজ ইসলামপুর গ্রামে ইটভাটায় কাজে যেত । ইটভাটায় যাওয়ার পথে পড়ে খোকরা গ্রাম৷ ওই গ্রামের সাকিলা খাতুন নামে এক মহিলাকে সে বউদি বলে সম্বোধন করত ৷ সেই সূত্রে সাকিলা খাতুনের বাড়িতে অবাধ যাতায়াত ছিল সাদ্দামের । মঙ্গলবার সকালেও মহিলার বাড়িতে গিয়েছিলেন ওই যুবক । সেখানেই তিনি মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ গুলিবিদ্ধ হন । তার মাথার ডানপাশে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন যুবক । এদিকে গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে এসে যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । কিন্তু চিকিৎসারা তাকে মৃত বলে ঘোষণা করে ।
স্থানীয় বাসিন্দাদের অনুমান,সাকিলা খাতুন নামে ওই মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিলেন সাদ্দাম । তার জেরেই তাকে প্রাণ হারাতে হয়েছে । যদিও সাকিলার দিদির দাবি যে তার বোনকে বিয়ে করতে চেয়েছিল সাদ্দাম । কিন্তু তার বোন বিয়ে করতে অস্বীকার করায় সে নিজের মাথায় গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।

