এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ জুলাই : জল মেশানো পেট্রোলে বিক্রির অভিযোগ ঘিরে তোলপাড় হল পূর্ব বর্ধমান জেলার ভাতার এলাকা । বেশ কয়েক লিটার পেট্রোল বালতিতে ভরে এনে ভাতার থানার অদূরে একটি পেট্রোল পাম্পে তুমুল বিক্ষোভ দেখান কয়েকজন মোটরসাইকেল আরোহী । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । এই ঘটনায় পার্শ্ববর্তী বড়বেলুন গ্রামের বাসিন্দা ৫ জন বাইক আরোহী ওই পেট্রোল পাম্পের বিরুদ্ধে ভাতার থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কের ধারে ভাতারের বেলেণ্ডা গ্রামের মোড়ের কাছে রয়েছে ওই পেট্রলপাম্পটি। আজ মঙ্গলবার সকালে কয়েকজন বাইক আরোহী ওই পেট্রলপাম্প থেকে বাইকে তেল ভরে নিয়ে যান । কিন্তু পাম্প থেকে কিছুটা পথ যাওয়ার পরেই তাদের বাইকের ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।
অভিযোগকারী হামিদ মল্লিক,সন্তোষ দাস,মৃন্ময় মন্ডলরা বলেন,’কোনো ভাবেই আমরা আমাদের বাইক স্টার্ট করতে পারিনি । যেকারণে আমাদের বাইকগুলি ঠেলতে ঠেলতে আশপাশের গ্যারেজে নিয়ে যাই । সেখানে মেকানিক আমাদের জানান যে জল মেশানো পেট্রোলের কারনে এই সমস্যা দেখা দিয়েছে ।’
জানা গেছে,ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ওই ৫ বাইক আরোহী সহ আরও কিছু লোকজন পেট্রোল পাম্পে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । সেই সাথে প্রমান স্বরূপ বাইকে ভরা পেট্রোল বের করে বাতলি ও প্লাস্টিকের জারে ভরে নিয়ে আসেন তারা । খবর পেয়ে আসে ভাতার থানার পুলিশ । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই প্রথম নয়,এর আগেও ওই পেট্রোল পাম্প থেকে জল মেশানো ভেজাল পেট্রোল বিক্রি করা হয়েছিল । যে কারনে তাদের বাইকের ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছিল। এদিকে ঘটনার জেরে পেট্রল পাম্প বন্ধ রেখে দিয়েছে কর্তৃপক্ষ ।।