এইদিন ওয়েবডেস্ক,নেত্রকোনা,২২ ডিসেম্বর : বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রত্যক্ষ মদতে ছদ্মবেশী ‘ঢাকা সেল’ গঠন করেছে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) । তাদের লক্ষ্য হল দেশে খিলাফত প্রতিষ্ঠা করা৷ আর এই কাজে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হল সেদেশের সংখ্যালঘু হিন্দুরা৷ তাই হিন্দুদের দেশ ছাড়া বা ধর্মান্তরিত হওয়ার জন্য ভয় দেখাতে ময়মনসিংহের ভালুকায় ২৭ বছরের যুবক দিপু চন্দ্র দাশকে নৃশংস বর্বরোচিতভাবে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে৷ হামলা হচ্ছে একের পর এক মন্দিরে৷ এই পরম্পরায় বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার নগুয়া ইউনিয়নের ডেওটুকোন গ্রামের শ্মশান কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে।
জানা যায়, গতকাল রাত আনুমানিক ১১টা ৩০ মিনিট নাগাদ অজ্ঞাত জিহাদিরা মন্দিরে ঢুকে কালী মন্দিরের একাধিক প্রতিমা ভেঙে দিয়ে পালিয়ে গেছে । সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শ্মশান কালী মন্দিরটি দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের আস্থার কেন্দ্র হিসাবে রয়েছে । এমন একটি পবিত্র স্থানে পরিকল্পিতভাবে হামলা চালানো অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে।।

