এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ জুলাই : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস বাংলাদেশী ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলে দিচ্ছে । যে কারণে পশ্চিমবঙ্গের বহু জেলায় জন্মবিন্যাসের আমূল পরিবর্তন ঘটে গেছে বলে অভিযোগ তার । বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ফের দাবি করেন, পূর্ব বর্ধমানসহ ১০ টি জেলায় পপুলেশনের জাম্প হয়েছে,আর তারা সব রোহিঙ্গা মুসলামান, তাদের ভারতের ঠাঁই হবে না বলেও স্পষ্ট জানান বিরোধী দলনেতা ।
শুভেন্দু অধিকারী বলেন,’২০১৬ থেকে ২০২১ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে পপুলেশনের জাম্প হয়েছে, কোন কোন জেলা ? কোচবিহার, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম প্রভৃতি ১০ টা জেলাতে ভয়ংকর ভাবে পপুলেশন জাম্প হয়েছে । বিহারের মত কোচবিহার, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় যে জাম্পিং হয়েছে সম্পূর্ণ মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসেছে । সংখ্যা বলতে পারবো না । তবে কয়েক লাখ ভুয়া ভোটার হল বাংলাদেশ থেকে আগত রোহিঙ্গা মুসলমান । এদের কপালে দুঃখ আছে । হ্যাটস অফ নির্বাচন কমিশন । ভালো করে চেপে ধরুন ।’ তিনি স্পষ্ট ভাষায় বলেন,’রোহিঙ্গা মুসলমানদের ভারতের ঠাঁই হবে না । এখনো পর্যন্ত তিন লক্ষ লোককে পুশব্যাক করেছে বিএসএফ ।
রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গ কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না । নরেন্দ্র মোদীজি আছেন, এখানে স্মরণার্থীরা সুযোগ পাবে এবং অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে ।’।

