এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০১ নভেম্বর : বাংলাদেশের হিন্দুদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে…একদম চিন্তা করবেন না…আমরা সবাই আছি, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে নিজের নির্বাচনী ক্ষেত্রের টাউন ক্লাব আয়োজিত কালীপূজোর উদ্বোধনে গিয়ে প্রতিবেশী রাষ্ট্রের নিপীড়িত সংখ্যালঘুদের এভাবেই আশ্বস্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বক্তব্যের ভিডিও এক্স-এ শেয়ার করেছেন তিনি । ভিডিওতে পূজো মণ্ডপের দেবী কালীর সামনে মোমবাতি দিয়ে “হিন্দু” লেখা দেখা যায় । ঠিক তার পাশে দাঁড়িয়ে বিরোধী দলনেতা বলেন, ‘পৃথিবীর সমস্ত হিন্দুদের দীপাবলীর শুভেচ্ছা জানাই।
দীপাবলীর শুভকামনা, হ্যাপি দীপাবলি । বাংলাদেশের হিন্দুদের সঙ্গে গোটা পৃথিবীর হিন্দু আছে, একদম চিন্তা করবেন না । আমরা সবাই আছি ।’
তিনি এক্স-এ ভিডিওটি শেয়ার করার পাশাপাশি লিখেছেন,’দীপাবলি এবং কালী পূজার শুভ উপলক্ষ্যে, আমি আমার বাংলাদেশের হিন্দু ভাই ও বোনদেরকে আবারও আশ্বস্ত করতে চাই, এই সংকটের সময়ে আপনারা একা নন। আমাদের চিন্তাভাবনা আপনার সাথে এবং সারা বিশ্ব জুড়ে সনাতানি সম্প্রদায় আপনার সাথে একাত্মতা প্রকাশ করছে । আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা এবং আমরা প্রার্থনা করি যে মা কালী আপনাকে স্থিতিস্থাপকতার সাথে যেকোনো প্রতিকূলতার সাথে মোকাবিলা করার সাহস এবং শক্তি দিয়ে আশীর্বাদ করুন।’
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাকে দেশছাড়া করার পর বাংলাদেশ এখন ইসলামী জঙ্গি সংগঠন গুলির নিয়ন্ত্রণে । সেই সমস্ত জঙ্গিদের নিশানা হচ্ছে মূলত সে দেশের সংখ্যালঘু হিন্দুরা । নিত্যদিন সাম্প্রদায়িক হামলা এবং অদ্ভুত সব ফতোয়ার জেরে চরম সঙ্কট এর মধ্যে কাটাচ্ছেন তারা । একমাত্র ভারতের সিংহভাগ হিন্দুরা ছাড়া বিশ্বের তথাকথিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রগুলির তরফে এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দু নির্যাতনের বিষয়ে কোন প্রকার উদ্বেগ প্রকাশ করা হয়নি ।।