এইদিন বিনোদন ডেস্ক,২৯ মে : তামিল অভিনেতা কমল হাসান, যিনি ‘কন্নড় ভাষার জন্ম তামিল ভাষা থেকে হয়েছে’ বলে বিবৃতি দিয়ে কন্নড়দের ক্ষোভের মুখে পড়েছেন, তাকে ৩০ মে-র মধ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায়, কর্ণাটক ফিল্ম চেম্বার অফ কমার্স (কেএফসিসি) তার পরবর্তী ছবি ‘থাগ লাইফ’ মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রেক্ষাপটে, আজ কর্ণাটকের চলচ্চিত্র পরিবেশক কমলাকরের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। ফিল্ম চেম্বারের প্রাক্তন সভাপতি সারা গোবিন্দু, থমাস ডি’সুজা, প্রদর্শক সমিতির সভাপতি ও পদাধিকারী এবং প্রযোজকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ফিল্ম চেম্বারের সভাপতি নরসিমহালু বলেন, অনেক কন্নড়পন্থী সংগঠন রাজ্যে কমল হাসানের ছবি নিষিদ্ধ করার দাবি করে আসছে। তাই, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এই সিদ্ধান্তে পৌঁছেছি যে কমল হাসানের ক্ষমা চাওয়া উচিত। তিনি বলেছেন যে কমল হাসান যা বলেছেন তা ভুল এবং তিনি তার ভুল স্বীকার করবেন এবং ক্ষমা চাইবেন। আমাদের কারোরই প্রযোজক সারা গোবিন্দু এবং কমল হাসানের প্রতি কোন সহানুভূতি নেই। কমল হাসানের আজ হোক কাল হোক ক্ষমা চাইতেই হবে । অন্যথায়, আমরা এর নিন্দা জানাই।’ কমল হাসানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে কোনও অবস্থাতেই ছবিটি মুক্তি দিতে দেওয়া হবে না।
তিনি বলেন,প্রবীণ অভিনেত্রী জয়ললিতা বলেছেন যে ভাষা বিরোধের ক্ষেত্রে সমস্ত কন্নড়দের ঐক্যবদ্ধ হওয়া উচিত। এটাই আমাদের কর্তব্য। কমল হাসান জেনেশুনে বা না জেনে এই কথা বলেছেন, তবে তার বক্তব্য ভুল। কন্নড় ভাষা তামিল থেকে উৎপত্তি লাভ করেনি। ক্ষমা চাওয়ার মধ্যে কোনও দোষ নেই। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব । আমরা তাকে বোঝাতে সাহায্য করব যে তাদের কথা কন্নড়দের আঘাত করেছে । তাই ক্ষমা চাওয়া তার নৈতিক দায়িত্ব।
প্রসঙ্গত,থাগ লাইফ অভিনেতা-কাম-রাজনীতিবিদ কমল হাসান বলেছিলেন, ‘কন্নড় ভাষা তামিল থেকে সৃষ্টি হয়েছে ।’ যদিও এনিয়ে কর্ণাটকে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে গত বুধবার অভিনেতা সাফাই দেন, ‘আমি এটা ভালোবাসার সাথে বলেছি। অনেক ইতিহাসবিদ আমাকে ভাষার ইতিহাস শিখিয়েছেন। আমি আর কিছু বলিনি ।’ যদিও তার এই মন্তব্যের পর বিরোধী দল বিজেপি সহ অনেক কন্নড়পন্থী সংগঠন কমল হাসানের ‘থাগ লাইফ’ সিনেমাটি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে । পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছেন যে যদি কমল হাসান প্রকাশ্যে ক্ষমা না চায় তবে ছবিটি নিষিদ্ধ করা হবে।।

