প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২২ জুন : পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে বিরোধীদের এক হাত নিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।বৃহস্পতিবার বিকালে পূর্ব বর্ধমানের জামালপুর-২ গ্রাম পঞ্চায়েতের বকুলতলা এলাকায় ছিল তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা । সেই জনসভায় বক্তরাখতে উঠে সিপিএমকে নিশানা করেন প্রদীপবাবু। তিনি বলেন,’১৯৭০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত যারা রাজ্যে গণহত্যার জোয়ার বইয়েছে তারই এখন সন্ত্রাসের অভিযোগ তুলে ফায়দা পেতে চাইছে। সাঁইবাড়ি হত্যাকাণ্ড, আনন্দমার্গী হত্যাকাণ্ড,সিঙ্গুর, নেতাই ও নন্দীগ্রামের হতাকাণ্ডের কথা সব ভুলিয়ে দিয়ে ওরা সাধারণ মানুষকে বোকা বানাতে চাইছে। কিন্তু সেটা হবে না । পঞায়েত নির্বাচনে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরই জয়যুক্ত করবে বলে পঞ্চায়েতমন্ত্রী দাবি করেন ।
সিপিএমের পাশাপাশি বিজেপিকেও নিশানা করেন প্রদীপ মজুমদার । তিনি বলেন,২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিততে না পেরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলায় শুধু কেন্দ্রীয় দল পাঠাচ্ছে। ১০০ দিনের কাজ ও আবাস যোজনা নিয়ে বিজেপি নেতারা শুধু নানা মিথ্য অভিযোগ করে গেছে। ১০০ দিনের কাজের জব কার্ডের সঙ্গে আধার লিংক করানোর কাজে পশ্চিমবঙ্গ ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যগুলির থেকে অনেক এগিয়ে আছে।পশ্চিমবঙ্গে ৯৯.২৫ শতাংশ জবকার্ড হোল্ডারদের আধার লিংক হয়ে গেছে। কিন্তু আসমে ৪৯ শতাংশ ,গুজরাটে ৪৬ শতাংশ ,উত্তর প্রদেশে ৪০ শতাংশ আর মহারাষ্ট্রে ৫৭ শতাংশ জবকার্ড হোল্ডারদের আধার লিঙ্ক হয়নি । তবুও তারা ১০০ দিনের কাজের টাকা পেয়ে যাচ্ছে ।শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গে জবকার্ড শ্রমিকদের কাজের টাকা আটকে রাখা হয়েছে। একইভাবে কোন অনিয়ম পাওয়া যায়নি বলে জানিয়ে দেওয়ার পরেও রাজ্যের আবাস যোজনার উপভোক্তাদেরও বঞ্চিত করে রেখেছে কেন্দ্রের সরকার । এই রাজ্যের ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তার নাম নির্দিষ্ট সরকারী পোর্টালে আপলোড হয়ে থাকলেও টাকা কেন্দ্র টাকা দিচ্ছে না বলে পঞ্চায়েত মন্ত্রী অভিযোগ করেন। জনসভা মঞ্চ থেকে তৃণমূল সরকারের চালু করা বিভিন্ন প্রকল্পের কাজের খতিয়ান তুলে ধরে পঞ্চায়েত মন্ত্রী দাবী করেন,এই রাজ্যের কোটি কোটি মানুষ তৃণমূল সরকারের চালু করা কোন না কোন প্রকল্পের সুবিধা পাচ্ছে। বিরোধী দলের কর্মী ও সমর্থক পরিবারের লোকজনও প্রকল্পের সুবিধা পাচ্ছেন ।
এইসবের পরিপ্রেক্ষেতে বাংলার মানুষ ২১ সালের বিধানসভা নির্বাচনের মতো পঞ্চায়েত ভোটেও বিরোধীদের প্রত্যাক্ষ্যান করবে বলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন। বকুলতলায় জনসভা সরে পঞ্চায়েত মন্ত্রী এদিন জামালপুরে চকদিঘী পঞ্চায়েতের ইলামবাজার এলাকার জনসভাতে যোগ দেন ।এখানে বিজেপি ছেড়ে ১৩ টি পরিবার তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেন । পঞ্চয়েতমন্ত্রী প্রদীপ মজুমদার তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। বকুলতলার জনসভায় তৃণমূল সংসদ সুনীল মণ্ডল,এসবিএসটিসির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল, জামালপুরের বিধায়ক আলোক মাঝি, দলের ব্লক সভাপতি মেহেমুদ খান সহ অন্য ব্লক নেতৃত্ব ও জামালপুর ২ পঞ্চায়েতের তৃণমূল প্রার্থীরা উপস্থিত ছিলেন ।।