এইদিন ওয়েবডেস্ক,খয়রাশোল(বীরভূম),০৭ ডিসেম্বর : এই রাতে পরপর দুটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বীরভূম জেলার খয়রাশোল বাজারে । মঙ্গলবার ক্ষিপ্ত ব্যাবসায়ীরা খয়রাশোল বাজারে বাবুইজোর পাচরা ও লোকপুর-পাচরা এই দুই সড়কপথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় । দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলে । ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,খয়রাশোল থানার কিছুটা পাশেই রয়েছে ওই দোকানদুটি । এদিন সকালে ওই দুই ব্যাবসায়ী দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙা । তারপর ভিতরে ঢুকে বুঝতে পারেন সর্বস্ব নিয়ে পালিয়েছে দুষ্কৃতিরা । ঘটনার কথা চাওড় হতেই ব্যাবসায়ী মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ৷ ক্ষিপ্ত ব্যাবসায়ীদের একটি দল খয়রাশোল থানার গেটের সামনে সড়ক পথের উপর বসে পড়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন । অবরোধ করে রাখা হয় আরও একটি সড়ক পথ ।
খয়রাশোল ব্যাবসায়ী সমিতির সহ সম্পাদক
অনুপম বাগ বলেন, ‘খয়রাশোল বাজারে এনিয়ে মোট ১০ টা চুরির ঘটনা ঘটল । এনিয়ে বহু বার পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছি । কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার । কেবলই বলছে তদন্ত করে দেখছি । কিন্তু তদন্তের নিট ফল জিরো । যে কারনে আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি ।’ সেই সঙ্গে তিনি বলেন, ‘সোমবার রাতে থানার দু নম্বর গেট থেকে ৫ মিটার দূরত্বে পরপর দুটো দোকানে চুরি হয়ে গেলো । অথচ পুলিশ জানতেও পারলো না । আর আজ আমাদের অবরোধ চলছে ২ ঘন্টা ধরে । কিন্তু পুলিশ প্রশাসন নির্বিকার । পুলিশের কোনও প্রতিক্রিয়া নেই । আমাদের অবরোধ লাগাতার চলবে । আগে চোর ধরবে তারপর অবরোধ উঠবে ।’ যদিও পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত শুরু হয়েছে ।।