এইদিন ওয়েবডেস্ক,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৪ সেপ্টেম্বর : এক রাতের মধ্যে ৪ টি মন্দিরসহ ৮ জায়গায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের জয়রামপুর গ্রামে । নগদ টাকা, সোনারূপোর গহনা, কাঁসা পিতলের বাসনপত্রসহ সব মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী লুটপাট চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতিদল । শুক্রবার সকালে খবর পেয়ে তদন্তে আসে মন্তেশ্বর থানার পুলিশ । তবে এদিন বিকেল পর্যন্ত পুলিশ চুরির কোনও কিনারা করতে পারেনি ।
এদিন সকালে গ্রামের ওই চারটি মন্দিরে পূজো করতে এসে চুরির বিষয়টি পুরোহিতদের প্রথম নজরে পড়ে বলে জানিয়েছেন মন্তেশ্বরের জয়রামপুর গ্রামের বাসিন্দা লক্ষণ বৈরাগ্য,ছবি হাটিরা । তাঁরা বলেন, ‘চারটি মন্দিরের মধ্যে দুটি সার্বজনীন । বাকি দুটি শ্যামল চট্টোপাধ্যায় ও সুমিত বন্দ্যোপাধ্যায় নামে জনৈক দুই গ্রামবাসীর পারিবারিক মন্দির । সার্বজনিন মন্দির দুটি থেকে সোনার টোপ দেওয়া দুটো রূপোর পৈতা,পিতলের পান,দেবতার মাথায় থাকা মুকুট,গলার হার,পৈতা,দুহাতের বালা ও কোমরে থাকা বোর,পায়ের মলের মত রূপোর জিনিস চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতিরা । প্রনামীর বাক্স ভেঙ্গে টাকাও চুরি করেছে । বাকি দুই মন্দির থেকে বেশ কিছু সোনারূপোর অলঙ্কার চুরি গেছে ।’
গ্রামের এতগুলো মন্দিরে একসঙ্গে চুরির ঘটনায় কার্যত হতভম্ব হয়ে পড়েন গ্রামবাসীরা । সেই জের কাটতে না কাটতেই খবর আসে সুশান্ত দে নামে স্থানীয় এক ব্যাবসায়ীর মুদিখানা দোকানের তিনটি তালা ভেঙে দুষ্কৃতিরা বেশ কিছু টাকা চুরি করে নিয়ে পালিয়েছে । এছাড়া গ্রামবাসী বাপ্পা দাস,জীবন দাস ও সুমন্ত দাসের বাড়িতে হানা দিয়ে তিনটি সাইকেল নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতিদল । এতগুলো জায়গায় চুরির ঘটনায় একাধিক দুষ্কৃতিদল জড়িত বলে অনুমান জয়রামপুর গ্রামবাসীর ।
এদিকে ঘটনার কথা চাওড় হতে গোটা এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে । অবিলম্বে দুষ্কৃতিদের গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের জন্য পুলিশের কাছে দাবি জানান গ্রামবাসীরা । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।।