এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৮ জানুয়ারী : আধুনিক প্রজন্মের স্মার্টফোনের আসক্তি কাটাতে উদ্যোগী হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের একদল যুবক । তাদের উদ্যোগে গড়া ‘এসো মানুষ হও’ নামে একটি সংগঠনের তরফে আজ রবিবার ভাতার বালিকা বিদ্যালয়ে ‘যুব সম্মেলন ২০২৪’-এর আয়োজন করা হল । উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌম্য রায়, সৃজন মাহান্তরা বলেন,’প্রযুক্তির উন্নতির সাথে সাথে জীবনযাপনের পদ্ধতির উন্নতি হলেও মানুষের মস্তিষ্কের বিকাশের পক্ষে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে । বিশেষ করে স্মার্টফোনের মাত্রাতিরিক্ত আসক্তি নব প্রজন্মের জন্য ক্ষতিকারক হয়ে উঠছে । লেখাপড়ার জন্য স্মার্টফোনের ব্যবহার উপযোগী হলেও তাদের মানসিক ও শারীরিক বিকাশের ওপর বিরূপ প্রভাব ফেলছে । তাই নতুন প্রজন্মের কাছে মনীষীদের জীবন ও আদর্শ তুলে ধরে তাদের স্মার্টফোনের আসক্তি কাটানোর বিষয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা ।’
এদিন সংগঠনের তরফে মূলত স্বামীজীর জীবনাদর্শ তুলে ধরা হয় পড়ুয়াদের মধ্যে । উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী সেবাপরানন্দ । তিনি তার বক্তৃতায় স্বামী বিবেকানন্দের আদর্শকে পড়ুয়াদের সামনে তুলে ধরেন এবং তা অনুসরণ করে নবীন প্রজন্মকে বর্তমান যুগে কিভাবে চলা উচিত তা বিস্তারিত ব্যাখ্যা করেন । পাশাপাশি সংগঠনের তরফে স্বামীজীর জীবনাদর্শের ওপর তাৎক্ষণিক বক্তৃতা, ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল ।।