দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১১ অক্টোবর : এক প্রৌঢ়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃত যুবকের নাম শেখ ফিরোজ । ভাতার থানার ওড়্গ্রামের সরকারপাড়ায় তার বাড়ি । নিহত প্রৌঢ় মনোয়ার শেখের (৫২) পরিবারের অভিযোগের ভিত্তিতেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে । রবিবার রাতে গ্রেফতারের পর সোমবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় ।
ভাতারের মান্দারডিহি গ্রামের বাসিন্দা মনোয়ার শেখ ভাঙাচোরা জিনিসপত্র বেচাকেনার ব্যবসা করতেন । গত ২৩ শে সেপ্টেম্বর ওড়গ্রামে জাতীয় সড়কের পাশে ডিভিসি ক্যানেলের ধার থেকে মনোয়ার শেখের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ভাতার থানার অন্তর্গত ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ । মৃতদেহের পাশেই পড়েছিল তাঁর মোটরভ্যানটি ।
দেহ উদ্ধারের পর থেকে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দাবি করছিলেন মনোয়ার শেখকে খুন করা হয়েছে । পরে মৃতের স্ত্রী এনিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ ।
পুলিশ সুত্রে খবর,সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের সুত্র ধরে পুলিশ জানতে পারে ঘটনার দিন মনোয়ার শেখের সঙ্গেই ছিল শেখ ফিরোজ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে নিহত প্রৌঢ়ের সঙ্গে ফিরোজের ব্যাবসায়িক লেনদেন ছিল । ঘটনার দিন ফিরোজ তার স্ত্রী ফোন থেকে মনোয়ার শেখের ফোনে একাধিকবার ফোন করে । তার ফোন পেয়েই ওইদিন দুপুরে বাড়িতে খাওয়াদাওয়া সেরে মোটরভ্যান নিয়ে বেড়িয়ে পড়েন মনোয়ার । তারপর থেকেই তিনি উধাও হয়ে যায় । পরে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ওই প্রৌঢ়ের মৃত্যুর ঘটনায় ফিরোজের কোনও ভুমিকা আছে কিনা তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ ।।