এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জুন : পুলিশ অফিসারের পরিচয় দিয়ে ফোন করে ভাতারের এক তৃণমূল নেতাকে প্রতারণার ঘটনায় এক যুবককে গ্রেফতার করল পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আবদুর রহিম মণ্ডল(২৬) । তার বাড়ি তার বাড়ি উত্তর ২৪ পরগোনা জেলার অশোকনগর থানার ট্যাংরা এলাকায় ৷ স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় সোমবার রাতে বাড়ি থেকে ওই যুবককে গ্রেফতার করে ভাতার থানার পুলিশ । মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় । এই চক্রে আর কেউ যুক্ত আছে কিনা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।
গত বৃহস্পতিবার ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মহম্মদ হোসেন ওরফে বুলু মিঞা নামে এক তৃণমূল নেতা । ভাতার থানার ওড়গ্রামের বাসিন্দা বুলু মিঞা সাহেবগঞ্জ-২ অঞ্চল তৃণমূল সভাপতি । তাঁর অভিযোগ, ওই দিন সকালে একটা অচেনা নম্বর থেকে তাঁর মোবাইলে ফোন আসে । ফোনের অন্য প্রান্তে এক ব্যক্তি নিজেকে ভাতার থানার মেজোবাবু পরিচয় দেয় । তাঁকে ফোন পে’র মাধ্যমে ২০ হাজার টাকা পাঠিয়ে দিতে বলে ওই ব্যক্তি । ঘন্টা খানেক পরে টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয় ।
জানা গেছে,নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে টাকা ফেরত না পেয়ে বিষয়টি জানতে ওড়গ্রাম ফাঁড়িতে যান বুলু মিঞা । তখন তাঁর কাছে পরিষ্কার হয়ে যায় তিনি প্রতারিত হয়েছেন । এরপর ওইদিন বিকেলে তিনি এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন ।
পুলিশ সুত্রে জানা গেছে, মোবাইল ফোন নম্বরের সুত্র ধরে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে নম্বরটি উত্তর ২৪ পরগোনা জেলার অশোকনগর থানা এলাকার । এরপর সোমবার রাতে সেখানে হানা দেয় ভাতার থানার পুলিশ । কিন্তু পুলিশ সেখানে গেলে অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনদের বাধার মুখে পড়তে হয়েছিল বলে খবর । শেষ পর্যন্ত সেই বাধা কাটিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ । পুলিশ জানিয়েছে,এই প্রতারণা ঘটনার সঙ্গে ধৃতের দাদা আবদুল আজিজও জড়িত। তবে পুলিশ হানা দেওয়ার আগেই সে চম্পট দেয় ।
জানা গেছে,কয়েকদিন আগে একই ভাবে প্রতারণার শিকার হন ভাতার পঞ্চায়েতের তৃণমূল প্রধান পরেশনাথ চক্রবর্তীর আত্মীয় বিশ্বজিৎ চক্রবর্তী । তাঁর কাছ থেকে ফোন পে’র মাধ্যমে ১৫ হাজার টাকা প্রতারিত করেছিল আবদুর রহিম মণ্ডল নামে ওই যুবক । পুলিশ জানিয়েছে, আবদুল আজিজের সন্ধান চালানো হচ্ছে ।।