এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৩ জুলাই : বিধানসভা ভোটের আগে “দূয়ারে সরকার” কর্মসূচির মাধ্যমে প্রতি পঞ্চায়েতে ক্যাম্প করে মানুষের কাছে বিভিন্ন পরিষেবা পৌঁছে দিয়েছিল রাজ্য সরকার । এবার একই ধাঁচের কর্মসূচি শুরু করল রাজ্য পুলিশ । থানা থেকে দুরবর্তী গ্রামগুলির মানুষদের অভাব অভিযোগ ও সমস্যার কথা শুনতে শুরু হল “আপনার পুলিশ আপনার পাড়ায়” কর্মসূচি । শনিবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মাহাতা পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত দুধবাগান গ্রামে শিবির করে মানুষের সমস্যার কথা নথিভূক্ত করল ভাতার থানার পুলিশ । প্রায় ৫০ জন মানুষ এদিনের শিবিরে এসে তাঁদের বিভিন্ন সমস্যার কথা জানিয়ে যান বলে পুলিশ সুত্রে জানা গেছে ।
এদিনের এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার ডিএসপি(ডিআইবি) বীরেন্দ্র কুমার পাঠক, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়, ভাতার থানার ওসি প্রণব বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ কর্মীরা । ডিএসপি বলেন, ‘ভাতার থানা ও দুধবাগান গ্রামের দূরত্ব প্রায় ৩০ কিমি । দূরত্বের কারনে অনেক সময় মানুষ থানায় গিয়ে অভিযোগ নথিভুক্ত করতে পারেন না । তাই এই বিশেষ শিবির শুরু করা হয়েছে । এদিন অনেক মানুষ তাঁদের সমস্যার কথা শিবিরে এসে জানিয়েছেন । আমরা সেগুলি গ্রহন করেছি ।’।