এইদিন ওয়েবডেস্ক,লখিমপুর-খেরী,২১ সেপ্টেম্বর : হেলমেট না পড়ায় কারনে পুলিশ ফাইন করার ক্ষুব্ধ হয়ে থানার সামনে নিজের বাইক জ্বালিয়ে দিল এক যুবক । আজব এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর-খেরী এলাকায় । ঘটনাকে ঘিরে আলোড়ন পরে যায় এলাকায় । শেষে পুলিশ জল ঢেলে আগুন নেভায় । কিন্তু তার আগেই ভভস্মীভূত হয়ে যায় বাইকটি ।
জানা গেছে,মঙ্গলবার সকাল ১১টা নাগাদ লখিমপুর-খেরী জেলার পিলিভীত-বস্তি এলাকার বাসিন্দা ভূপেন্দ্র নামে ওই যুবক বাইকে চড়ে যাচ্ছিলেন । সঙ্গে ছিল তার দুই বন্ধু । তিনজনেরই মাথায় হেলমেট ছিল না । তারা পিলিভীত-বস্তি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় রাজাপুর ফাঁড়ির কাছে এলে থানার এক কনস্টেবল রাজেশ কুমার বাইকটি আটকায় । কনস্টেবল তিন যুবককে হেলমেট না পড়ার কারন জিজ্ঞাসা করে । এরপর ওই পুলিশকর্মী বাইকের কাগজপত্র দেখতে চায় । ভূপেন্দ্র তার বাইকের কাগজপত্র দেখায় । শেষে হেলমেট না পড়ার কারনে পুলিশকর্মী চালান কাটে । এনিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয় । শেষে তিন বন্ধু বাইকটি রাজাপুর ফাঁড়ির সামনে রেখে কোথাও চলে যায় । কিন্তু অল্প কিছুক্ষণ পরে ভূপেন্দ্র ফিরে এসে তার বাইকটি হাইওয়ের মাঝখানে রেখে আগুন ধরিয়ে দেয় ।
জানা গেছে, নিমেষের মধ্যে মোটরসাইকেলটি দাউদাউ করে জ্বলতে শুরু করে । ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । এরপর কয়েকজন পুলিশকর্মী বালতি করে জল এনে বাইকে জল ঢেলে আগুন নিভিয়ে ফেলে । কিন্তু ততক্ষণে ভস্মীভূত হয়ে যায় বাইকটি । রাজাপুর ফাঁড়ির টিএসআই নির্মলজিৎ যাদব জানিয়েছেন, হেলমেট না পড়ায় চালান কাটার কারনেই এই কান্ড ঘটিয়েছেন বাইকের মালিক ।।