দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২১ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার ভাতার স্টেট জেনারেল হাসপাতালে করোনার ভ্যাকসিন নিয়ে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহী যুবকের । বৃহস্পতিবার দুপুরে দূর্ঘটনাটি ঘটেছে ভাতার কদমতলার কাছে ভাতার মালডাঙ্গা রোডে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম কামালউদ্দিন শেখ(২৩) । তাঁর বাড়ি ভাতার থানার ভুমশোর গ্রামে । এদিকে দূর্ঘটনার পরেই লরি নিয়ে চম্পট দেয় চালক । পুলিশ লরিটির সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,এদিন সকালে ভ্যাকসিন নেওয়ার জন্য বাইকে চড়ে ভাতার হাসপাতালে গিয়েছিলেন কামালউদ্দিন শেখ । দুপুর দেড়টা নাগাদ তিনি বাড়ি ফিরছিলেন । ভাতার-মালডাঙ্গা রোড ধরে ভাতার বাজারের মুখে আসার সময় ভাতার বাজারের কদমতলার কাছে দূর্ঘটনাটি ঘটে ।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,লরিটিও একই দিকে আসছিল । কদমতলার একটি শিরীষ গাছের কাছে আসতে লরি ও বাইক পাশাপাশি হয়ে যায় । সেই সময় লরিটি আচমকা ডানদিকে চলে গিয়ে বাইকটিকে ধাক্কা দেয় । বাইক আরোহী লরির নিচে পড়ে যান । তখন লরির পিছনের চাকায় তাঁর মাথা কার্যত থেঁতলে যায় । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর ।
স্থানীয়রা জানিয়েছেন,যে শিরীষ গাছটির কাছে দূর্ঘটনাটি তার একটি মোটা ডাল রাস্তার দিকে ঝুঁকে রয়েছে । ওই ডালের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই জায়গায় এসে বাস বা লরিকে রাস্তার ডানিদিকে ঘেঁষে যেতে হয় । যার কারনে প্রায়ই দূর্ঘটনার মত পরিস্থিতির সৃষ্টি হয় । আগেই গাছের ওই ডালটি কাটার ব্যাবস্থা করলে এদিন ওই যুবকের বেঘোরে প্রাণ যেত না বলে জানান স্থানীয় বাসিন্দারা । পাশাপাশি তাঁরা গাছের ডালটি অবিলম্বে কেটে ফেলার ব্যাবস্থা করার জন্য দাবি জানিয়েছেন ।।