জয়দীপ মৈত্র,দক্ষিন দিনাজপুর,৩০ মে : করোনা অতিমারির সময়কাল থেকে ধুঁকছে বিদ্ধাশ্রমগুলি । সেভাবে মিলছে না সাহায্য ৷ ফলে অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দেওয়াটাই কার্যত চ্যালেঞ্জ হয়ে গেছে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের । এই পরিস্থিতিতে সোমবার নিজের ২৯ তম জন্মদিনটি বৃদ্ধাশ্রমের অসহায় আবাসিকদের মাঝে পালন করলেন দক্ষিন দিনাজপুর জেলার গঙ্গারামপুরের বাসিন্দা গৌরব কুন্ডু নামে এক সহৃদয় যুবক । ছিল মধ্যাহ্নভোজের আয়োজন । ওই যুবকের মানবিকতায় আপ্লুত দক্ষিণ দিনাজপুর জেলার তপনের ভিখাহার বৃদ্ধাশ্রমের আবাসিক মহিলারা । প্রশংসা করেছে এলাকাবাসীও ।
জানা গেছে,তপন থানার ভিকাহারে জারারনগর দেশপ্রান তরুন সংঘের পরিচালনায় ১৯৮৫-৮৬ সালে প্রতিষ্ঠিত হয় ওই বৃদ্ধাশ্রমটি । এলাকার দুঃস্থ মহিলাদের কথা মাথায় রেখে এটি গড়ে তোলা হয় । বর্তমানে ৩০ জন আবাসিক রয়েছেন সেখানে । বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের আর্থিক সাহায্যেই মূলত বৃদ্ধাশ্রমটির খরচ খরচা চলে । কিন্তু করোনা অতিমারীর কারনে বিগত দু’বছর চরম আর্থিক সঙ্কটের মধ্যে কেটেছে । যদিও আশ্রমের আর্থিক পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি ।
গৌরব কুন্ডু বলেন, ‘ওই বৃদ্ধাশ্রমের পরিস্থিতির কথা শুনেছিলাম । কিন্তু বড় রকমের আর্থিক সাহায্য করা আমার পক্ষে সম্ভব নয় । কারন আমার সামর্থ্য সীমিত । তবুও বৃদ্ধাশ্রমের পাশে থাকতে মন চায় । তাই পরিবারের লোকজন আমার ২৯ তম জন্মদিন বাড়িতে ঘটা করে পালনের উদ্যোগ নিলে আমি রাজি হইনি । পরিকল্পনা করেছিলাম এই দিনটা বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধাদের মাঝে কাটাবো ।’
জানা গেছে,এদিন খুব সকালে কয়েকজন বন্ধুবান্ধব ও পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে ভিখাহার বৃদ্ধাশ্রমে চলে আসেন গৌরব কুন্ডু । সকলে মিলে আয়োজন করেন মধ্যাহ্ন ভোজনের । মেনুতে ছিল ভাত,ডাল, সবজি,ছোট মাছের চচ্চড়ি,পনিরের তরকারি, রুই মাছের কালিয়া,চাটনি,দই ও মিষ্টি । তৃপ্তি সহকারে খান আবাসিকরা । মধ্যাহ্ন ভোজনের পর সকলের হাতে তুলে দেওয়া হয় মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য সামগ্রী । শেষে সকল বৃদ্ধা মিলে যুবককে দু’হাত ভরে আশীর্বাদ করেন ।
গৌরববাবু বলেন,’এই আশীর্বাদই আমার জন্মদিনের উৎকৃষ্ট উপহার । ভবিষ্যতেও এই বৃদ্ধাশ্রমটির জন্য কিছু করার চেষ্টা করবো ।’ পাশাপাশি তিনি বৃদ্ধাশ্রমটির সাহায্যার্থে এলাকার বাসিন্দাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান ।।