প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৯ ডিসেম্বর : দামোদরের সেচ ক্যানেলের জল থেকে উদ্ধার হল টোটসহ এক যুবকের মৃতদেহ । এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের গলসিতে । পুলিশ জানিয়েছে,মৃত যুবকের নাম শেখ মোহর (২৬) । খবর পেয়ে গলসি থানার পুলিশ টোট ও যুবকের মৃতদেহ উদ্দার করে ।ময়নাতদন্তের জন্য এদিনই যুবকের মৃতদেহ পাঠানো হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । কিভাবে যুবকের মৃ্ত্যু হল এবং টোটোটাই বা কিভাবে দামোদরের সেচ ক্যানেলের জলে পড়লো তার তদন্ত পুলিশ শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,গলসির
গলিগ্রাম ও ভাসাপুরের মধ্যবর্তী জায়গায়
দামোদরের সেচ ক্যানেলের জলে উল্টে পড়েছিল টোটটি । ওই টোটর পিছনের শিটেই মৃত অবস্থায় পড়ে থাকে গলসির বাবলা গ্রামের যুবক শেখ মোহরের নিথর দেহ। এলাকার বাসিন্দারা তা দেখে হকচকিয়ে যান । তাঁরাই খবর দেন গলসি থানায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে যায় । পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান টোটো পাল্টি খেয়ে বাঁধ থেকে ২০-২৫ ফুট নিচে দামোদরের সেচ ক্যানেলের জলে পড়ে যাওয়াতেই এই প্রাণহাণির ঘটনা ঘটে গিয়েছে । মৃত যুবক নিজেই টোটোর চালক ছিল। দুর্ঘটনার সময় চালক শেখ মোহর কোন ভাবে টোটোর পিছনের শিটে চলে যায় বলে মনে করছেন স্থানীয়রা । মৃতের ভাই শেখ কাজল বলেন,’আমার ভাই টোটো নিয়ে ভাড়া খাটতো । কিভাবে টোটো নিয়ে পাল্টি খেয়ে ভাই বাঁধ থেকে দামোদরের জলে পড়লো তা বুঝে উঠতে পারছি না। নিছক দুর্ঘটনা নাকি অন্য ঘটনার পিছনে অন্য কারন রয়েছে তার তদন্ত পুলিশ শুরু করেছে ।।