দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),৩০ মার্চ : বৃহস্পতিবার দেশ জুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে পবিত্র রামনবমী উৎসব । এরাজ্যের প্রতিটি জেলায় বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে সম্মানের সঙ্গে পালিত হল হিন্দুদের বিশেষ এই উৎসবটি । পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি রামনবমীতে চরম উন্মাদনা লক্ষ্য করা গেল ভাতারেও । এদিন ভাতার বাজারে রামনবমীর শোভাযাত্রায় তরুন প্রজন্মের কার্যত ঢল নামে । তরুনদের পাশাপাশি প্রচুর তরুনীদের শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় । গেরুয়া পোশাক ও গেরুয়া রঙের কপিধ্বজ হাতে তরুন পূণ্যার্থীদের “জয় শ্রীরাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা ভাতার বাজার ।
এদিন বিকেলে ভাতার বাজারের মহাপ্রভূ তলা থেকে শোভাযাত্রাটি শুরু হয় । কয়েক’শ শ্রদ্ধালু তাতে পা মেলান । গোটা ভাতার বাজার পরিক্রমার পর ফের মহাপ্রভূ তলাতে এসে শোভাযাত্রাটি শেষ হয় । বিশ্ব হিন্দু পরিষদের ভাতার প্রখন্ড সমিতির উদ্যোগে এদিনের এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে । তার আগে বেশ কয়েকদিন ধরে এলাকায় প্রচার করে এলাকার মানুষদের শোভাযাত্রায় অংশগ্রহনের জন্য আহ্বান জানানো হয় সংগঠনের তরফ থেকে । এলাকার মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ব্যাপক সংখ্যায় মহাপ্রভূ তলায় জড়ো হয়েছিল বলে জানিয়েছেন ভিএইচপির নেতৃত্ব ।
দেখুন ভিডিও 👇
শোভাযাত্রার পাশাপাশি ভাতার বাজারের কদমতলায় হনুমান মন্দিরে বিশেষ পূজার্চনারও আয়োজন করা হয়েছিল । এদিন ভাতার বাজারে রামনবমী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের জন্য কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় ।।