এইদিন ওয়েব ডেস্ক,ভাতাড়,১৯ নভেম্বর ঃ বৃহস্পতিবার সাতসকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক বধুর । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার ভাতার বাজারের কলপুকুর পাড়ের কাছে । এদিন সকালে বর্ধমান থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনটি যাওয়ার সময় ঘটনাটি ঘটে । ঘটনার পর স্থানীয়রা রেলকর্মীদের খবর । তারপর জিআরপিকে জানানো হয় । তবে মৃতার পরিচয় জানা যায়নি ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,বধুর বয়স আনুমানিক ৩০-৩২ বছর ৷ এদিন ভোর ২-৩ টের সময় কলপুকুর পাড়ে রেললাইনের ধারে বসেছিলেন ওই বধু । স্থানীয় বাসিন্দা ভোটার শেখ বলেন, ‘আমাদের পাড়ার গৃহবধুরা ভোরে ঘুম থেকে ওঠার পর দেখেন ওই বধুটি রেললাইনের ধারে বসে রয়েছেন । তখন তাঁরা জিজ্ঞাসা করলে ওই বধুটি জানায় তিনি কাটোয়ায় গঙ্গাস্নান করতে যাবেন । আরও লোকজন আসছে, তাই তাদের জন্য তিনি প্রতীক্ষা করছেন ।’ পাশাপাশি তিনি বলেন, ‘ইতিমধ্যে কাটোয়াগামী লোকাল ট্রেনটি চলে আসে । সেই সময় ওই বধুর পাশ দিয়ে যাচ্ছিলেন এক আইসক্রীম বিক্রেতা । তিনি বধুকে রেললাইনের ধার থেকে সরে যেতে বলেন । কিন্তু না সরে ওই বধু ট্রেনের চাকার সামনে তাঁর মাথাটি বাড়িয়ে দেয় ।’
ট্রেনের চাকায় বধুর মাথার বামদিক পিষে যায় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।