এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,২৩ আগস্ট : রাজ্যে ১০ লক্ষ কোটি টাকার বিনিয়োগ আনার লক্ষ্যমাত্রা নিয়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার । আর তার জন্য আগামী বছর গ্লোবাল ইনভেস্টরস সামিটের আয়োজন করা হয়েছে রাজ্যে । আর তার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনব্যাপী এই সামিটে দেশ-বিদেশের বড় বড় শিল্পপতিরা অংশ নেবেন । শিল্পপতিদের আকর্ষিত করতে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে উত্তরপ্রদেশ সরকার।
সেজন্য সেপ্টেম্বর থেকে ১৭টি দেশে রোড শো শুরু করবে উত্তরপ্রদেশ সরকারের শিল্প দপ্তর। ইতিমধ্যেই শিল্প দফতরের আধিকারিকরাও এই রোড শোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন । শিল্পনীতিসহ ২৭টি সেক্টরাল পলিসিকে বিভিন্ন ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বিদেশে রোড শো চলাকালীন বিনিয়োগকারীদের তাদের ভাষায় নীতি পত্র দেওয়া যায় । প্রথম ধাপে এসব নীতিমালা জার্মান, ফ্রেঞ্চ, জাপানিজ, ইংরেজিসহ বিভিন্ন ভাষায় অনুবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে,বিদেশের রোড শো দুবাই থেকে শুরু হবে । এছাড়া যুক্তরাজ্য (যুক্তরাজ্য), নেদারল্যান্ডস, জার্মানি, ফ্রান্স, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, ইসরাইল, অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত, আমেরিকা, কানাডা, থাইল্যান্ড, বেলজিয়াম, সুইডেন ও রাশিয়াতেও রোড শো অনুষ্ঠিত হবে।রোডশোর উদ্দেশ্য হবে উদ্যোক্তাদের এই অঞ্চলের নীতি সম্পর্কে অবহিত করা এবং এখানে বিনিয়োগের অপার সম্ভাবনার কথা জানানো। রোড শোয়ের প্রস্তুতির জন্য, শিল্প বিভাগের কর্মকর্তারা এই অঞ্চলে বিনিয়োগ করতে ইচ্ছুক বিদেশী ব্যবসায়ীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন । বিদেশ ছাড়াও মুম্বাই, আহমেদাবাদ, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং দিল্লিতেও রোড শো করা হবে ।
জানা গেছে,মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল ইনভেস্টরস সামিটে ১০ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ আনার লক্ষ্য রেখেছেন । এজন্য ২৭ টি নীতিতে কিছু পরিবর্তন করা হচ্ছে ।।