এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৩ নভেম্বর : ভারত বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) । কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়ার বিষয়ে বুধবার ছাড়পত্র দেওয়া হয় । এর আগে ভারতে তৈরি কোভিড-১৯ টিকা কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে ‘হু’। এবার ভারত বায়োটেক লিমিটেডের তৈরি কোভ্যাক্সিনকে বিশ্বের জন্য নিরাপদ হিসাবে স্বীকৃত দেওয়া হল ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা গত ২৬ শে অক্টোবর ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন নিয়ে একটি পর্যালোচনা সভা করেন এবং কোম্পানিকে এই ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানাতে অনুরোধ করা হয় । এরপর সংস্থার তরফ থেকে হু’য়ের কাছে কোভ্যাক্সিনের মানবদেহে পরীক্ষার (হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল) তৃতীয় পর্যায়ের বিশদ তথ্য পাঠানো হয় ।
পরে এই তথ্য বিশ্লেষণ করেন হু’য়ের প্রযুক্তিগত উপদেষ্টা কমিটিতে অংশ নেওয়া সারা বিশ্বের বিশেষজ্ঞরা । তাঁরা পর্যালোচনার পর জানান কোভ্যাক্সিন করোনাভাইরাস থেকে রক্ষার ক্ষেত্রে ডব্লিউএইচওর মান পূরণ করেছে এবং এবং এই ভ্যাকসিনের কারনে যে ছোটখাটো ঝুকি রয়েছে তার থেকে উপকারের পরিমান অনেক বেশি । অবশেষে এদিন কোভ্যাক্সিনকে জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশেষজ্ঞ কমিটি ।।