এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৩ মে : ‘মাদ্রাসা শব্দটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত’- বলে মন্তব্য করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তাঁর কথায়, ‘মানবধিকার লঙ্ঘনের জন্যই শিশুদের মাদ্রাসায় ভর্তি করা হয় ।’ পাশাপাশি ভারতকে ‘ইউনিয়ন অফ স্টেট’ বলার জন্য রাহুল গান্ধীর সমালোচনা করেছেন তিনি । এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন,’জেএনইউতে টিউশন পড়ার সময় তাঁকে এইসব শেখানো হয়েছে ।’
শনিবার দিল্লিতে একটি সেমিনারের আয়োজন করেছিল আরএসএসের মুখপত্র পাঞ্চজন্য । তাতে অংশ নিয়েছিলেন হিমন্ত বিশ্ব শর্মা । অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘মাদ্রাসা শব্দটাই বিলুপ্ত হয়ে যাওয়া উচিত৷ মাদ্রাসার কথা মাথায় থাকলে শিশুরা কখনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না ৷ মাদ্রাসায় ভর্তি করা হয় মানবধিকার লঙ্ঘনের জন্য ।’
মুখ্যমন্ত্রী বলেন,’আপনারা সন্তানদের কোরান পড়ান তাতে কোনো আপত্তি নেই । কিন্তু সব থেকে বেশি পড়ান বিজ্ঞান,অঙ্ক, বায়োলজি, বোটানি, জুয়োলজি । বাড়ির ভিতরে ‘তিন ঘন্টা ধরে ধর্মীয় পুস্তক পড়ান । কিন্তু স্কুলে এমন শিক্ষা দিন যাতে আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার,প্রফেসর,বিজ্ঞানী হতে পারে ।’ এরপর তিনি মাদ্রাসা বিলুপ্ত করার পক্ষে সওয়াল করেন । পাশাপাশি এক প্রশ্নের উত্তরে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘সমস্ত মুসলিমদের পূর্ব পুরুষরা হিন্দু ছিলেন । তাই কোনো মুসলিম সন্তান যদি খুব মেধা সম্পন্ন হয় তাহলে আমি তার হিন্দু পূর্বসূরিদের কৃতিত্ব দেবো ।’
অনুষ্ঠানে যোগ দিতে এসে ‘ইউনিয়ন অফ স্টেট’ মন্তব্য নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে কার্যত তুলোধোনা করেন আসামের মুখ্যমন্ত্রী । তিনি বলেন,’ভারত যদি রাজ্যের ইউনিয়ন হয়, তাহলে আমাদের ৫০০০ বছরের সংস্কৃতি কোথায় গেল? ভারতকে রাজ্যের ইউনিয়ন বলে আপনি ভারতের প্রতিটি ঐতিহ্যকে বিতর্কিত করছেন । ভারত আমাদের আত্মা । আসামের মানুষ পাকিস্তানে না গিয়ে ভারতে থাকার জন্য লড়াই করেছিল ।’
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ‘যখন ভারতীয় জাতীয় কংগ্রেসের নামকরণ করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, তখন কি রাজ্যগুলির কোনও লিখিত চুক্তি হয়েছিল ? কে জানে রাহুল গান্ধীর বর্তমান উপদেষ্টা কে । রাষ্ট্রের ইউনিয়ন শব্দটি এমন একটি জিনিস যা দেশকে ভেঙে দেয়। পরোক্ষভাবে তিনি (রাহুল গান্ধী) দেশের বিচ্ছিন্নতাবাদীদের অনুপ্রাণিত করছেন ।’ তিনি বলেন, ‘রামায়ণ, মহাভারত, চাণক্য, চন্দ্রগুপ্ত, লাচিত ভোদফুকন, ছত্রপতি শিবাজী ইত্যাদি কোথায় গেল ? আমি রাহুল গান্ধীকে দোষারোপ করছি না। হয়তো জেএনইউতে টিউশন পড়ার সময় তাঁকে এইসব শেখানো হয়েছে ।’।