এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),৩১ অক্টোবর : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাসুদা গ্রামের এক ব্যক্তি দূর্গাষ্টমীর দিন ভাতার বাজারে একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন । ব্যাগে ছিল পূজোর বাজারহাট করার জন্য দুই হাজার টাকা। ওই ব্যক্তি তিনি বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করে রাখেন,পাশাপাশি ব্যাগ কুড়িয়ে পাওয়ার ঘটনার কথা ভাতার থানায় জানান । আজ মঙ্গলবার মঙ্গলা গড়াই নামে ওই মহিলার ব্যাগটি তুলে দেয় পুলিশ । হারানো ব্যাগ ফিরে পেয়ে ভাতার থানার পুলিশ ও বাসুদা গ্রামের ওই ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মঙ্গলাদেবী ।
ভাতারের বড়বেলুন গ্রামে বাড়ি মঙ্গলা গড়াইয়ের । তিনি জানান, মহাষ্টমীর দিন ভাতার বাজারে আসেন কিছু কেনাকাটার জন্য । ভাতার বাসস্ট্যান্ডের কাছে একটি স্টেশনারি দোকানে তিনি কেনাকাটা করার জন্য গিয়েছিলেন । কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন । আর তখনই হারিয়ে যায় তার হাতব্যাগটা । জানা গেছে,পরে মহিলা থানায় গিয়ে বিষয়টি জানান । এরপর এদিন পুলিশ বাসুদা গ্রামের ওই ব্যক্তির বাড়ি থেকে ব্যাগটি নিয়ে এসে মহিলারা হাতে তুলে দেয় ।।