এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৭ জুলাই : স্বামী পরিকীয়ায় লিপ্ত ছিল । তাই তাঁকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে খুন করেন স্ত্রী । পরে সকলের অজান্তে দেহটি রান্নাঘরের মেঝেয় পুঁতে ফেলেন । তারপর তিনি বিগত প্রায় আড়াই মাস ধরে স্বামীর কবরের উপর বসেই দিব্বি রান্নার কাজ করে যাচ্ছিলেন । এমনকি স্থানীয় বাসিন্দাদের নজর ঘোরাতে থানায় পরপর দুটি নিখোঁজ ডাইরিও করেন । কিন্তু শেষ রক্ষা হয়নি ৷ শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে গেলেন ‘খুনি স্ত্রী’ । চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশীলমন্দি এলাকায় । শুক্রবার মুন্সীগঞ্জ সদর থানার পুলিশ গিয়ে আকলিমা বিবি নামে ওই মহিলাকে গ্রেফতার করে । পাশাপাশি বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে মহিলার স্বামী আরাফাত মোল্লার (৫০) পচাগলা দেহটি উদ্ধার করেছে পুলিশ ।পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বঙ্গবন্ধু সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন আরাফাত মোল্লা । তাঁর ছেলেমেয়ে নেই । স্বামী-স্ত্রী বাড়িতে থাকতেন । গত ২ মে আচমকা নিখোঁজ হয়ে যান ওই ব্যক্তি । পরে ১৫ মে মুন্সীগঞ্জ সদর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন আরাফাতের স্ত্রী আকলিমা বিবি । অভিযোগের ভিত্তিতে পুলিশ নিখোঁজ ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাতে শুরু করে । কিন্তু তাঁর কোনও হদিশ করতে পারে না পুলিশ । ইতিমধ্যে ৩০ মে ফের একটি নিখোঁজ ডাইরি করে আকলিমা । তবে তিনি দু’দফায় নিখোঁজ ডাইরি করলেও আকলিমাকেই সন্দেহের চোখে দেখছিল পুলিশ । কিন্তু কোনও প্রমান না পাওয়ায় পুলিশ তাঁকে এনিয়ে জেরাও করতে পারছিল না । এদিকে শুক্রবার সকালের দিকে আকলিমাকে নিয়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । আর তাতেই ওই মহিলার কীর্তি প্রকাশ্যে আসে ।
জানা গেছে, আকলিমা তাঁর স্বামীকে খুন করার পর কিভাবে রান্নাঘরে নিয়ে এসে কবর দিয়েছিল তার আদ্যপ্রান্ত বর্ণনা রয়েছে ওই ভিডিওতে ৷ ভিডিওটি মুন্সীগঞ্জ সদর থানার পুলিশের নজরে পড়তেই ওই দিন সন্ধ্যায় প্রথমে আকলিমা বিবিকে গ্রেফতার করে । পরে তাঁকে জেরা করে তাঁদের বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির পচাগলা লাশ।
সদর থানার ভারপ্রাপ্ত ওসি আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার আকলিমাকে গ্রেফতারের পর তার দেখানো স্থান থেকেই নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে । ধৃত মহিলাকে জেরা করে জানতে পারা যায় তাঁর স্বামী পরকীয়ায় লিপ্ত ছিলেন । সেই আক্রশেই তিনি তাঁর স্বামীকে খুন করার পরিকল্পনা করেছিলেন । পাশাপাশি তিনি বলেন, ‘ওই মহিলা জানিয়েছেন তিনি তাঁর স্বামীকে প্রথমে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন । তারপর আরাফত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তাঁর গলার নলি কেটে খুন করেন ওই মহিলা । শেষে রান্নাঘরের মেঝে খুঁড়ে মাটি চাপা দিয়ে দেন ।’
পুলিশ সুত্রে খবর,মৃত ব্যক্তির দেহটি মাটি চাপা দেওয়ার সময় আকলিমাকে সহযোগিতা করার অপরাধে রিয়াজ (২৫) নামে আরও এক যুবককে আটক করা হয়েছে । সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।।