দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ সেপ্টেম্বর : পূর্ব বর্ধমান জেলার ভাতারে এক প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় থানায় খুনের অভিযোগ দায়ের করলেন নিহতের স্ত্রী । নিহত ব্যক্তির নাম মানোয়ার শেখ(৫২) । পেশায় ভাঙাচোরা সামগ্রী কেনাবেচার ব্যাবসায়ী ওই প্রৌঢ়ের রক্তাক্ত মৃতদেহটি শুক্রবার সকালে ভাতারের ওড়গ্রামের কাছে ২-বি জাতীয় সড়কের পাশে ডিভিসি ক্যানেলের ধার থেকে উদ্ধার করে ওড়গ্রাম ফাঁড়ির পুলিশ । পাশেই পড়েছিল তাঁর মোটরচালিত ভ্যানটিও । মৃতের স্ত্রী নেহেরা বিবির দাবি তাঁর স্বামীকে খুন করা হয়েছে । রবিবার তিনি এনিয়ে ভাতার থানায় এসে অভিযোগ দায়ের করেন ৷
মানোয়ার শেখের বাড়ি ভাতারের এরুয়ার অঞ্চলের মাদারডিহি গ্রামে । তিনি নিজের মোটরচালিত ভ্যান নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ভাঙাচোরা সামগ্রী কিনতেন । পরে ওড়গ্রামে একটি আড়তে গিয়ে সেই সব জিনিসপত্র বিক্রি করে দিয়ে আসতেন । মৃতের স্ত্রী নেহেরা বিবি জানিয়েছেন,বৃহস্পতিবার দুপুরে তাঁর স্বামীর মোবাইলে পরপর দু’বার ফোন আসে । ওই ব্যক্তি ভাঙাচোরা কেনার জন্য তাঁর স্বামীকে ডাকাডাকি করছিল ৷ সেই কারনে ওইদিন বেলা প্রায় একটা নাগাদ তাঁর স্বামী খাওয়া দাওয়া করে মোটর ভ্যানটি নিয়ে বেড়িয়ে যান । তারপর তিনি আর বাড়ি ফেরেননি । পরের দিন সকালে তিনি জানতে পারেন তাঁর স্বামীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে । মহিলার দাবি, ‘আমার স্বামীকে খুন করা হয়েছে । পুলিশ তদন্ত করলেই আসল সত্য সামনে আসবে ।’।