এইদিন ওয়েবডেস্ক,বুদাপেস্ট,২১ মার্চ : তখন রুশ-ইউক্রেনীয় বাহিনীর মধ্যে প্রবল গোলাগুলি চলছে । ওই পরিস্থিতির মাঝেই একটি ব্যক্তিগত গাড়ি প্রবল বেগে ইউক্রেন থেকে হাঙ্গেরির দিকে ছুটে চলেছে । গাড়ির চালক একজন মহিলা । তিনি ছাড়া দ্বিতীয় কোনও যাত্রী নেই গাড়িতে । কিন্তু হাঙ্গেরি সীমান্তে আসতেই গাড়িটি ধরে ফেলে সীমান্ত রক্ষীরা । তারপর গাড়িতে তল্লাশি চালাতেই তাঁদের চোখ কার্যত কপালে উঠে যায় । বেশ কয়েকটি সুটকেসে ভরা হয়েছে থোক থোক টাকা । পরে তা গোনার পর জানা যায় ২৮ মিলিয়ন ডলার (২১৩ কোটি টাকা) এবং ১.৩ মিলিয়ন ইউরো (১১ কোটি টাকা) নিয়ে দেশত্যাগ করছিলেন ওই মহিলা । ওই মহিলা আর কেউ নন,বরঞ্চ উনি ইউক্রেনের প্রাক্তন সাংসদ ইগর কোটভিটস্কির স্ত্রী । দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভের ডান হাত বলে পরিচিত ওই সাংসদ । সোশ্যাল মিডিয়ায় সুটকেস ভর্তি ডলার ও ইউরোর ছবি ভাইর্যাল হয়েছে । এদিকে ইউক্রেনের নেতাদের দূর্নীতি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছেন রাশিয়ানরা ।
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,নিজের ব্যক্তিগত গাড়িতে চড়ে জাকারপাট্টিয়া প্রদেশ দিয়ে হাঙ্গেরিতে প্রবেশের চেষ্টা করছিলেন ইউক্রেনের প্রাক্তন এমপি কোটভিটস্কির স্ত্রী । সীমান্তে হাঙ্গেরির বাহিনী গাড়িটি আটকে তল্লাশি চালানোর সময় দেখে একাধিক সুটকেসে ঠাসা রয়েছে গাড়িটি । আর সুটকেসগুলিতে ডলার আর ইউরে ভর্তি । হাঙ্গেরির আইন অনুযায়ী গননা করা মোট অর্থ আয় হিসাবে ঘোষণা করার পরেই ইউক্রেনের প্রাক্তন এমপির স্ত্রীকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল ।।
এদিকে ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণের পর সোমবার ২৬ তম দিনে পড়ল । এযাবৎ প্রায় ৩৪ লাখ ইউক্রেনীয় আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ড, স্লাভাকিয়া, রোমানিয়া ও হাঙ্গেরিতে ।বাস্তুচ্যুত হয়েছেন এক কোটিরও বেশি মানুষ ।।