এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৩ এপ্রিল : ডায়রিয়ায় আক্রান্ত প্রায় পুরো গ্রাম । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুরের ময়নাপুর অঞ্চলের আশুরালী গ্রামের হাজরা পড়ায় । শনিবার পর্যন্ত ৪০ জন গ্রামবাসী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে । খবর পেয়ে চিকিৎসদের একটি প্রতিনিধি দল গ্রামে পৌঁছেছেন । ঘটনা ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ।
স্থানীয় সুত্রে জানা গেছে,বিগত কয়েক দিনে ধরে আশুরালী গ্রামের হাজরা পড়ার বাসিন্দাদের বমি ও পায়খানার উপসর্গ শুরু হয় ৷ তার মধ্যে শিশু, বৃদ্ধ সহ বিভিন্ন বয়সের বেশ কয়েকজনকে ইতিমধ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । এদের মধ্যে একজনের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা । যদিও প্রশাসনিক স্তরে গ্রামবাসীদের এই দাবিকে স্বীকার করা হয়নি ।
গ্রামবাসী বিজয় লাড়ু, জয়শ্রী লাড়ুরা বলেন, গ্রামের সব বয়সী মানুষই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন । গ্রামে পরিশ্রুত পানীয় জলের অভাব রয়েছে । ফলে গ্রামের পুকুরের জল তাঁরা নানান কাজে ব্যবহার করেন । আর গ্রামের নিকাশি নালার জল ওই পুকুরে গিয়ে পড়ে । তার ফলেই এই প্রকোপ দেখা দিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা ।
জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডাঃ অর্কপ্রভ গোস্বামী ঘটনার কথা স্বীকার করে বলেন, ঐ গ্রামে মেডিক্যাল দল পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে এই মুহূর্তে জয়পুর হাসপাতালে ঐ গ্রামের কোন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি নেই। আশাকর্মীরা বিষয়টির উপর নজর রেখেছেন। প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছেন বলেও জানান তিনি ।।