এইদিন ওয়েবডেস্ক,০৬ মে : কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকারের প্রশাসনিক কার্যালয় নবান্ন, ইডেন গার্ডেন, মোহনবাগান-ইস্টবেঙ্গল ক্লাব, কলকাতা বিমানবন্দর, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গায় অবস্থিত । টালিগঞ্জের সংক্ষিপ্ত নাম টি আলিগঞ্জ এবং বিস্তৃত নাম তাহের আলি গঞ্জ,৫৫০ একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি । জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে । হতভাগা, তুমি আমাদের দেশ থেকে চলে যেতে বলছ? সারা কোলকাতা তো আমাদের । তোমার আছে কি ? বক্তব্য জনৈক এক মৌলানার । জিসান ইসলামিক চ্যানেলের (Jishan Islamic Channel) লোগো দেওয়া মৌলানার বক্তব্যের ভিডিও নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন বিজেপি নেতা জীতেন্দ্র প্রতাপ সিং । চ্যানেলের ফেসবুক পেজ অনুযায়ী বক্তার নাম মাওলানা মুমতাজুল ইসলাম ইরফানী । তবে কবে এবং কোথায় তিনি ওই বক্তব্য পরিবেশন করেছিলেন তা স্পষ্ট নয় । ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন ।
জীতেন্দ্র প্রতাপ সিং লিখেছেন,’পশ্চিমবঙ্গের এই মাওলানা তার বক্তৃতায় বলছেন, কলকাতা হাইকোর্ট মুসলিম জমিতে তৈরি, শুধু টিপু সুলতান মসজিদ নয় ইডেন গার্ডেন, কলকাতা হাইকোর্ট, হাওড়া ব্রিজ, মমতা ব্যানার্জির সরকারি বাসভবন নবান্ন, মোহনবাগানের অফিস ও মাঠ। সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, ইস্ট বেঙ্গল ক্লাব, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এগুলো সবই তোমাদের (হিন্দুদের) বাপ-দাদার জমিতে নির্মিত নয়, এ সবই আমাদের মুসলমানদের জমিতে এবং আমাদের ওয়াকফ বোর্ডের জমিতে নির্মিত। তিনি আবার আরও বলছেন যে টালিগঞ্জের আসল নাম টি আলিগঞ্জ এবং এটির পুরো এলাকায় ৫৫০ একর জমি রয়েছে যা মুসলমানদের এবং ওয়াকফ বোর্ডের মালিক । তোমরা যে আমাদের চলে যেতে বলছ, পুরো কলকাতা আমাদের, তোমাদের হিন্দুদের যেতে হবে ।’
তিনি আরও লিখেছেন,’অর্থাৎ বৈঠকে মোদীজি যা বলছেন তা হল, যদি ইন্ডি ঠগ বন্ধন ক্ষমতায় আসে, তবে আপনার বাড়িতে একটি বোর্ড লাগানো হবে যে এই সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি, আপনার বাড়িতে আইনি নোটিশ আসবে। আপনি আপনার বাড়ি ছেড়ে দিন, আপনার বাড়িতে আর কেউ আসবে না, একটি মসজিদ তৈরি হবে নাকি আব্দুল লাকারের মতো কেউ সেখানে বসবাস শুরু করবে?’