দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ নভেম্বর : সন্ধ্যা প্রদীপের আগুন ছড়িয়ে ভস্মীভূত হয়ে গেল আস্ত একটি বাড়ি । রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার শিবদা গ্রামে । যদিও আগুন ভয়াবহ আকার ধারন করার আগেই পরিবারের লোকজন নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কোনও বড়সড় বিপদ ঘটেনি । খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে ।
শিবদা গ্রামের বাসিন্দা তাপস ঘোষ নামে জনৈক এক গ্রামবাসীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে । খড়ের ছাউনি দেওয়া দু’তলা মাটির বাড়িতে বসবাস করতেন তাপসবাবুরা । তিনি জানান,এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ সন্ধ্যা প্রদীপ থেকে বাড়ির নিচের তলায় হঠাই আগুন ধরে যায় । ক্রমশ সেই আগুন দু’তলার খড়ের ছাউনিতে ছড়িয়ে । নিমেশের মধ্যে গোটা খড়ের চাল দাউদাউ করে জ্বলতে শুরু করে । যদিও তার অনেক আগেই পরিবারের লোকজন বাড়ির বাইরে চলে আসে বলে তিনি জানান।
জানা গেছে,প্রথমে স্থানীয় গ্রামবাসীরা বালতি করে জল তুলে আগুন নেভাবার চেষ্টা করেন । কিন্তু আগুনের ভয়ঙ্কর লেলিহান শিখা দেখে তাঁরা পিছিয়ে আসেন ৷ খবর দেওয়া হয় দমকলবাহিনীকে । বাড়ির আসবাব,বাসনপত্রসহ প্রচুর টাকার সামগ্রী ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন গৃহকর্তা তাপস ঘোষ । এখন প্রচন্ড ঠান্ডার মধ্যে গৃহহীন হয়ে পড়ায় পরিবার নিয়ে চরম বিপাকে পড়ে গেছেন ওই ব্যক্তি ।।