এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,২৬ ডিসেম্বর : কাঠের জ্বালানি দিয়ে রান্না করছিলেন প্রৌঢ়া বিধবা মহিলা । সেই সময় উনান থেকে আগুন ছড়িয়ে পুড়ে গেল আস্ত বাড়ি । ভস্মীভূত হয়ে গেছে বাসনপত্র, পোশাক পরিচ্ছসসহ ঘরের যাবতীয় জিনিসপত্র । শনিবার সকালে এই অগ্নিকান্ডের জেরে কার্যত পথে বসেছেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার আদুরিরা গ্রামের বাসিন্দা মনসা বাউড়ি নামে ওই বিধবা মহিলা । ওই মহিলাকে সরকারিভাবে সাহায্যের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় সূত্রে জানা গেছে,আদুরিয়া গ্রামের বাসিন্দা পেশায় জনমজুর মনসা বাউড়ি নামে ওই প্রৌঢ়া একাই থাকেন । কাজে যাওয়ার আগে প্রতিদিন সকালে তিনি রান্না করে যান । কাজ থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করেন । এদিন সকালে যথারীতি তিনি চালাঘরে কাঠের জ্বালানি দিয়ে উনানে রান্না করছিলেন । সেই সময় কোনওভাবে আগুন ছড়িয়ে ঘরের খড়ের চালে লেগে যায় । নিমেষের মধ্যে বাড়ির গোটা চাল দাউদাউ করে জ্বলতে থাকে । মনসাদেবী চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন । এরপর স্থানীয় লোকজন মই বেয়ে উপরে উঠে বালতি দিয়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রনে আনে । কিন্তু তার আগেই ঘরের যাবতীয় সামগ্রী আগুনে ভস্মীভুত হয়ে যায় । তবে স্থানীয়দের তৎপরতায় অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়ে যায় আশপাশের খড়ের চালের ঘর বাড়িগুলি ।।