এইদিন ওয়েবডেস্ক,পশ্চিম বর্ধমান ২২ জুন : বাড়ির উপর সমূল উপড়ে পড়ল বড়সড় আকৃতির আস্ত বটগাছ । ভাঙ্গল বাড়ির চাল। ক্ষতি হয়েছে ঘরের আসবাব পত্র । মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের খাঁন্দরা পঞ্চায়েতের সিদুলি কুঁচিবেড়া মাঝি পাড়ায় ।স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকাল ৯ টা নাগাদ মাঝিপাড়ার বাসিন্ধা নীলু মাঝির বাড়ির উপর একটা আস্ত বট গাছ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে । যার জেরে ভেঙ্গে যায় বাড়ির একাংশ । ক্ষতি হয় আসবেস্টসে চাল । ভাঙে ঘরে থাকা ফ্যান, ফ্রিজ,আলমারি সহ অন্য অনান্য সরঞ্জাম । ঘটনার সময় ঘরে ছিল নীলু বাবুর মেয়ে মমতা মাঝি । অল্পের জন্য প্রাণ বাঁচে তার । অল্পবিস্তর আঘাত লাগে মমতার । লাগাতার বৃষ্টিপাতের জেরে গোঁড়া আলগা হয়ে যাওয়ার কারনেই গাছটি সমূল উপড়ে পড়ে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের ।
এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পঞ্চায়েত সদস্য । তিনি ক্ষতিপূরনের জন্য পঞ্চায়েতে আবেদন করার পরমশ দেন ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ।।