এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ মে : সামাজিক মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হচ্ছে । ভিডিওটিতে দেখা গেছে একটি সিনেমা হলের টিকিট কাউন্টারের সামনে থেকে দু’জন দর্শকের জামার কলার ধরে টানতে টানতে বের করে দিচ্ছে কলকাতা পুলিশের সাদা ইউনিফর্ম পরা জনৈক এক পুলিশকর্মী । ওই পুলিশ কর্মীর কাঁধে ঝোলানো রয়েছে একটি আগ্নেয়াস্ত্র । দাবি করা হচ্ছে,ঘটনাটি গত সোমবার(৮ মে ২০২৩) পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুড় এলাকার ‘ফোরাম রঙ্গোলি মলে’-এর । ‘দ্য কেরালা স্টোরি’ হিন্দি ছবিটি দেখতে গিয়েছিলেন ওই দুই দর্শক । আর তখনই ওই দুই দর্শককে টেনে হেঁচড়ে সিনেমা হল থেকে হাওড়া পুলিশ তাদের বের করে দেয় বলে অভিযোগ ।
প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’ হিন্দি সিনেমাটি খোদ কেরালয় নিষিদ্ধ না হলেও ‘তথ্য বিকৃতি’র অভিযোগ তুলে এরাজ্যে নিষিদ্ধ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এনিয়ে গোটা দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষামোদেরও অভিযোগ উঠছে । মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন,’আইসিসের মত সংগঠনে বারবার পশ্চিমবঙ্গ, কেরালা সহ দেশের নানা প্রান্ত থেকে নিয়োগ করা হচ্ছে। এটা সত্যিই একটি গুরুতর সমস্যা । পশ্চিমবঙ্গের একজন মানুষ সেই সত্যিটা সিনেমার মাধ্যমে দেখানোর সাহস করেছেন। দেশের সেন্সর বোর্ড সেটিকে ছাড়পত্রও দিয়েছে। তারপরও এই ছবি ব্যান করা হল পশ্চিমবঙ্গে। কেন ? মমতা বন্দ্যোপাধ্যায় একজন অযোগ্য প্রশাসক বলেই তো ?’ পাশাপাশি তিনি বলেন,’এই রাজ্যে সিনেমা বানানোর পরিস্থিতি নেই বলেই বাংলার একজন পরিচালককে বাংলার বাইরে গিয়ে সিনেমা বানাতে হচ্ছে ।’
এদিকে পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পরিচালক সুদীপ্ত সেন সহ ছবির নির্মাতারা । তারা অবিলম্বে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার আর্জি জানিয়েছেন । পাশাপাশি তামিলনাড়ুতে ছবিটির প্রদর্শনে বাধা দানের প্রসঙ্গ তুলে তারা নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন ।।