অভিষেক চৌধুরী,কালনা,০৪ জানুয়ারী : দুঃস্থ অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের হাতে বইপত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দিল পূর্বস্থলীর উত্তর শ্রীরামপুরের এক স্বেচ্ছাসেবী সংস্থা।নতুন বই হাতে পেয়ে স্বাভাবিক কারণেই বেশ খুশি ছাত্রছাত্রী ও তাদের পরিবারের লোকজনেরা।সংস্থার এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
এমনিতেই করোনা পরিস্থিতি ।তার উপর অর্থনৈতিক অবস্থাও ভালো নয় অসহায় দুঃস্থ মানুষজনদের । তাই এইরকম অবস্থায় সেইসব পরিবার তাদের ছেলেদের হাতে পড়াশোনার জন্য পর্যাপ্ত নতুন বইপত্র তুলে দিতেও অসমর্থ । তাই এইরকমই এক কঠিন পরিস্থিতিতে তারা তাদের পড়াশোনাকে ঠিকমতো করে চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যেই সোমবার তাদের পাশে দাঁড়ালেন প্রগতি স্বেচ্ছাসেবী নামের ওই সংস্থা । এইদিন সংখ্যালঘু, আদিবাসী পরিবারের ছাত্রছাত্রীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন ।
প্রগতি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক পার্থ দে জানান,‘স্কুলছুট আটকানোই আমাদের মূল উদ্দেশ্য।সেই লক্ষ্যকে সামনে রেখেই মেধাবী পঞ্চাশ জন ছাত্রছাত্রীর হাতে এইদিন পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বই তুলে দেওয়া হয়।করোনা পরিস্থিতিতে অসহায় মানুষ আরো অসহায় হয়ে পড়েছে । অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ আরো দুর্বল হয়েছেন । স্বাভাবিক কারণেই নিজেদের সন্তান সন্ততিদের ঠিকমতো বইপত্রও কিনে দিতে পারেন না । তাই প্রতিবছরের মতো এইবছরও এই উদ্যোগ আমরা নিয়েছি।’