জ্যোতি প্রকাশ মুখার্জ্জী,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ ডিসেম্বর : দুঃস্থদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে বছর ১৫ আগে পূর্ব বর্ধমানের কেতুগ্ৰামে গড়ে ওঠে স্বেচ্ছাসেবী সংস্থা ‘মাসুন্দী মহিমাচরণ মিশ্র মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি’। তারপর থেকেই আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী ও দুস্থ পরিবারগুলির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার যে মহতী কাজ শুরু হয়েছিল আজও সেই ধারাবাহিকতা বজায় আছে। গত কয়েকদিন ধরে রাজ্যজুড়ে যথেষ্ট ঠান্ডা পড়েছে। এদিকে শীতের হাত থেকে বাঁচতে এলাকার বহু গরীব মানুষের কাছে নাই কম্বল। এবার তাদের পাশে দাঁড়াল সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্ৰাম থানার তিনটি পঞ্চায়েতের প্রায় ৭০০ পরিবারের হাতে তুলে দেওয়া শীতের কম্বল। শীতের সময় এগুলি পেয়ে এলাকার মানুষরা খুব খুশি। দু’হাত তুলে তারা সংস্থার কর্মকর্তাদের আশীর্বাদ করেন।
সংস্থার সম্পাদিকা অনামিকা দেবী বললেন,নানা ব্যস্ততার মধ্যেও আমাদের সংস্থার প্রত্যেক সদস্য সক্রিয় থাকার জন্য আমরা গরীব মানুষের হাতে কম্বল তুলে দিতে সক্ষম হয়েছি। আশাকরি সবার সহযোগিতায় আগামীদিনেও আমরা সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা পালন করতে পারব।।