এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৮ ডিসেম্বর : পড়ুয়াদের হাতে তৈরি বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শণে উদ্যোগী হল বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস । অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী, ফটোগ্রাফি প্রদর্শনী, অঙ্কন প্রতিযোগিতা, পেপার কাটিং ,ওরিগ্যামি এবং টেরাকোটার কর্মশালা প্রভৃতির আয়োজন করা হয়। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছিল “চিত্রকলা” । গতকাল শনিবার ও আজ রবিবার, এই দু’দিন ধরে বর্ধমানের কল্পতরু মাঠে চলে এই অনুষ্ঠান । সংস্থার সভাপতি উত্তম কুমার সাহা বলেন অনুষ্ঠানটিতে প্রায় ২০০ টি ছবি প্রদর্শিত হয় এবং প্রায় তিনশত ছাত্র-ছাত্রী অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে । তিনি আরও, জানান ছাত্র-ছাত্রীদের মোবাইলের আসক্তি কমিয়ে তাদের মনের শিল্পচেতনাকে উন্মেষ ঘটানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্থার সম্পাদক প্রতনু রক্ষিত জানান, ছাত্র-ছাত্রীরা সারাদিন ধরে পেপার কাটিং ,ওরিগ্যামি এবং টেরাকোটার কর্মশালায় আনন্দ সহকারে যোগদান করে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীদের বিশেষভাবে সংবর্ধিত করা হয়।
শনিবার অনুষ্ঠানে সূচনা করে পুলিশ আধিকারিক দ্যুতিমান ভট্টাচার্য । উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্ট গ্যালারির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্যামসুন্দর বেরা মহাশয়, চিত্রশিল্পী রঙ্গজিব রায়, প্রাক্তন প্রধান শিক্ষক ডক্টর গোপাল ঘোষাল, প্রখ্যাত চিত্রশিল্পী প্রদ্যুৎ কুমার পাল , বিশিষ্ট সাংবাদিক সুপ্রকাশ চৌধুরী সহ অন্যান্য শিল্পীরা।।

