এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : সময়টা তখন ভরদুপুর । মাঠেঘাটে কাজ করতে ব্যস্ত গ্রামবাসী । সেই সময় রাস্তার পুকুরের জলে পুকুরের জলে আচমকা আগুন ধরে যায় । গোটা পুকুর জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ৷ এহেন অদ্ভুত ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক । আজ মঙ্গলবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কালুত্তক গ্রামের সড়ক পথের পাশে একটি পুকুরে এই ঘটনা ঘটেছে । শেষ পর্যন্ত ভাতার বাজারে দমকল অফিস থেকে একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
জানা গেছে,কালুত্তক গ্রামে বাদশাহী রোডের ঠিক গায়ে রয়েছে ওই পুকুরটি । পুকুরটি কচুরিপানা ভর্তি । তার বেশিরভাগই শুকিয়ে গিয়েছিল । তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো অলৌকিক বা প্রাকৃতিক কারন নেই । আসলে,মাস চারেক আগে একটি রেড়ির তেল বোঝাই ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে উল্টে যায় । সেই তেল পুকুরের জলে ছড়িয়ে পড়ে । তারপর থেকেই রেড়ির তেল পুকুরের জলে ভাসছিল । আজ দুপুরে কোনো কারনে পুকুরে শুকনো কচুরিপানায় আগুন লেগে যায় । আর পুকুরে ভাসা দাহ্য তেলের কারনে গোটা পুকুরটিকে গ্রাস করে আগুনের লেলিহান শিখা । পুকুরটির আশপাশে বেশ কিছু ঘরবাড়ি আছে । সৌভাগ্যক্রমে আগুন সেখান পর্যন্ত ছড়ায়নি । তবে বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল । যদিও দমকল কর্মীরা দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে দিলে তাদের আতঙ্ক কাটে ।।

