এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৪ নভেম্বর : আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর)-এর কাজ । একদিকে কলকাতা যখন এসআইআর-এর বিরোধিতায় রাস্তায় নেমেছেন মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জিরা,পাশাপাশি অন্যদিকে কোচবিহারের মাথাভাঙ্গার মুসলিম অধ্যুষিত গ্রামে ঢুকতেই দেওয়া হল না দুই বিএলও-কে । শুধু তাইই নয়,২০০২ সালের ভোটার তালিকায় অর্ধেক নাম বাদ যাওয়ার অভিযোগে পথ অবরোধও করা হয় ।
আজ মঙ্গলবার দুপুরে মাথাভাঙ্গা-১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডাংকোবা গ্রামে দুই বিএলও (BLO) মামনি খাতুন ও আর্জুমান খাতুন গ্রামে পৌঁছতেই তুমুল বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা। ফলে তারা এসআইআর-এর কাজ শুরুই করতে পারেননি । গ্রামবাসীদের বাধার মুখে পড়ে দুই বিএলও কাজ না করেই ফিরে চলে যান।
গ্রামবাসীদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় গ্রামের দুটি বুথে ৮৪৬ জন ভোটারের নাম থাকলেও বর্তমান তালিকায় রয়েছে মাত্র ৪২১ জনের নাম। বাকি ৪২৫ জনের নাম নেই । গ্রামবাসী রফিকুল ইসলামের কথায়, ২০০২ সালের ভোটার তালিকায় তার এবং তার বাবা-মায়ের নাম থাকলেও নতুন তালিকায় নাম নেই । আরও এক গ্রামবাসী খলিলুর রহমানও দাবি করেছেন,২০০২ সালে তিনি ভোট দিয়েছেন । কিন্তু এখন তার নাম নেই । তিন মাস আগে বিষয়টি জানিয়ে প্রশাসনকে ডেপুটেশন দিয়েছিলেন তারা । কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল । কিন্তু অসম্পূর্ণ তালিকা নিয়েই আজ থেকে এসআইআর প্রক্রিয়া শুরু করা হয়েছে । তারা হুমকি দিয়েছেন, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না উঠলে তারা এসআইআর-এর কাজ করতে দেবেন না ।
জানা গেছে,ডাংকোবা গ্রামে দুটি বুথ রয়েছে -২/২৪৩ এবং ২/২৪৪ । ওই দুই বুথ মিলে মোট ৪২৫ জনের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই । এক্ষেত্রে নিজেদের নাগরিত্ব প্রমানের জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মত ১১ টির মধ্যে যেকোনো একটি নথি তাদের দেখাতে হবে ৷ আর এতেই বিপাকে পড়ে গেছে ওই সমস্ত ব্যক্তিরা৷ রফিকুল ইসলাম, খলিলুর রহমানরা দাবি করেছেন যে তারা ২০০২ সালে ভোট দিয়েছিলেন এবং তারা বৈধ ভোটার ।
২০০২ সালের তালিকায় নাম তুলে দেওয়ার দাবিতে আজ তারা মাথাভাঙা-ময়নাগুড়ি রাজ্য সড়কে মাদ্রাসা চৌপথি এলাকায় পথ অবরোধ শুরু করেন । তারা হুমকি দিয়েছেন যে নাম না উঠলে তারা অনির্দিষ্ট কালের জন্য অবরোধ চালিয়ে যাবেন । এদিকে অবরোধের জেরে মাথাভাঙ্গা–চ্যাংড়াবান্ধা রোডের দুই প্রান্তে কয়েক কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়। বহু যানবাহন মাঝরাস্তায় আটকে পড়ে। বিপাকে পড়েন যাত্রী ও চালকেরা। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার ফলে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন বলেও জানা গিয়েছে।।

