এইদিন ওয়েবডেস্ক,প্রয়াগরাজ,২৬ ফেব্রুয়ারী : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল হত্যা মামলার প্রধান সাক্ষী উমেশ পালকে বন্দুকধারী শুক্রবার ধুমানগঞ্জ থানা থেকে ২০০ মিটার দূরে গুলি ও বোমা নিক্ষেপ করে খুন করেছে । উমেশ পাল হত্যাকাণ্ডে প্রয়াগরাজ কমিশনারেট পুলিশ এমপি মাফিয়া আতিক আহমেদকে জিজ্ঞাসাবাদ করবে এবং আতিককে গুজরাটের সবরমতি জেল থেকে রিমান্ডে আনার প্রস্তুতি নিচ্ছে, যাতে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা যায়। এদিকে উমেশ পাল হত্যা মামলায় সিসিটিভি সামনে আসার পর গুড্ডু মুসলিম (Guddu muslim)নিয়ে ব্যাপক আলোচনা চলছে। টুইটারে তার নাম ক্রমাগত ট্রেন্ডিং হচ্ছে । গুড্ডু আতিকের ঘনিষ্ঠ বলে জানা গেছে । জানা গেছে,ইউপি এসটিএফ উমেশ পাল হত্যাকাণ্ড মামলায় গুড্ডু মুসলিম ছাড়াও আরও কয়েকজন ৩ জন শ্যুটারকে চিহ্নিত করেছে পুলিশ । তাদের মধ্যে রয়েছে সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ আতিক আহমেদের (Atiq Ahmed)ছেলে মোহাম্মদ আসাদ আহমেদ(Mohammad Asad Ahmed) ও আরমান(Armaan) । এর বাইরে আরও কিছু লোককে আটক করা হয়েছে । যদিও কাদের আটক করা হয়েছে তা স্পষ্ট নয় । তবে গুড্ডু মুসলিমকেই মূল শুটার বলা হচ্ছে। উমেশ পালের স্ত্রীর দায়ের করা এফআইআরে গুড্ডু নামও রয়েছে ।
প্রসঙ্গত,গুড্ডু মুসলিম একজন কুখ্যাত দুষ্কৃতী বলে চিহ্নিত । বোমা তৈরিতে অভিজ্ঞ গুড্ডু আতিক আহমেদের ডান হাত বলে পরিচিত । কুখ্যাত অপরাধী শ্রীপ্রকাশ শুক্লারও আশ্রিত ছিল গুড্ডু, যদিও শ্রীপ্রকাশ পরে পুলিশ এনকাউন্টারে নিহত হয় । গুড্ডুকে বছর পনেরো আগে গ্রেফতার করেছিল গোরক্ষপুর পুলিশ । যদিও আতিক তার জামিনের ব্যবস্থা করে । শুধু আতিক আহমেদের সঙ্গেই নয়, অনেক মাফিয়ার সঙ্গেও যোগ রয়েছে গুড্ডুর । গুড্ডু মুসলিমের যোগ শুধু ইউপি নয়, বিহারের মাফিয়াদের সাথেও রয়েছে বলে খবর । ইউপিতে বিএসপি সরকারের আমলে ইঞ্জিনিয়ার খুনের মামলাতেও ওয়ান্টেড ছিল গুড্ডু মুসলিম ।
দেখুন ভিডিও 👇
এডিজি এসটিএফ অমিতাভ যশের নেতৃত্বে পুলিশবাহিনী উমেশ পাল হত্যা মামলায় জড়িত দুষ্কৃতীদের হন্যে হয়ে খুঁজছে । বন্দুকধারীদের ধরতে একাধিক জায়গায় অভিযান চলছে । শীর্ষস্থানীয় এনকাউন্টার বিশেষজ্ঞ অনুসন্ধানকারী দলে যোগদান করেছেন বলে জানা গেছে ।।