এইদিন ওয়েবডেস্ক,১৪ ডিসেম্বর : অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে চীনা সেনাকে পিটিয়ে তাড়ানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । সাংবাদিক রুবিকা লিয়াকত ভিডিওটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে লিখেছেন,’এটাই হল ভারতীয় সেনা,আর যারা মার খাচ্ছে তারা আমাদের শত্রু ।’ ২ মিনিট ২০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে তাওয়াং সেক্টরের ইয়াংতসে এলাকায় প্রায় দু’তিনশ চীনা সেনা কাঁটা তার পেরিয়ে ভারতের সীমায় ঢুকে পড়ার চেষ্টা করছে । সেই সময় তাদের সামনে রুখে দাঁড়ায় কিছু ভারতীয় সেনা । ভারতীয় সেনারা নিজেদের এলাকায় দাঁড়িয়ে থেকে চীনা সেনাদের লাঠি দিয়ে বেদম পেটাতে শুরু করে । এরপর শত্রু পক্ষের সেনারা পালিয়ে যেতে বাধ্য হয় । তখন উল্লাসে ফেটে পড়েন ভারতের বীর সৈনিকরা ।
ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়েছে, গত ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরের ইয়াংতসের সংঘর্ষে চীনের তিন শতাধিক সেনা জড়িত ছিল। কিন্তু ভারতের মাত্র ৫০ জন সেনা প্রথম তাদের পথ আটকে দেয়। আর তারপর প্রায় আধা ঘণ্টার মধ্যে ভারতীয় সেনাবাহিনীর ব্যাকআপ টিমও ঘটনাস্থলে পৌঁছে যায়। এর পর দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয় । শুরু হয় এলোপাথাড়ি লাঠি চার্জি । শেষে চীনা সেনারা ফিরে যেতে বাধ্য হয় । ভিডিওতে চীনা সেনাদের হাতে পেরেক লাগানো লাঠি ছাড়াও অনান্য অস্ত্র ছিল । ভারতীয় সেনা কেবল লাঠি দিয়ে তাদের প্রতিরোধ করে ।
একজন টুইটার ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে টুইট করেছেন,’এটি ভারতীয় সেনাবাহিনী কর্তৃক প্রকাশিত তাওয়াং-এর ট্রেলার । শীঘ্রই আকসাই চিন থেকে সম্পূর্ণ ছবিটি মুক্তি পাবে ।’।