এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ মে : রাজনৈতিক হিংসার বলি হলেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের এক বিজেপি সমর্থক যুবক । মৃত যুবকের নাম বলরাম মাঝি (২২) । তাঁর বাড়ি কেতুগ্রাম থানার শ্রীপুর গ্রামে । মঙ্গলবার রাতে ওই যুবকের বাড়িতে তৃণমূলের লোকজন চড়াও হয়ে ভাঙচুরের পাশাপাশি তাঁকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ । বলরামকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের ।
রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই অশান্ত হয়ে উঠেছে কাটোয়া মহকুমার বিস্তীর্ণ এলাকা । কাটোয়া মহকুমার কেতুগ্রাম, মঙ্গলকোট ও কাটোয়া এলাকার বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে কেতুগ্রাম থানার শ্রীপুর গ্রামের বাসিন্দা বলরাম মাজির মাঝির বাড়িতে তৃণমূলের লোকজন চড়াও হয়ে তান্ডব চালায় বলে অভিযোগ ।
মৃত যুবকের বাবা পেশায় জনমজুর মৃত্যুঞ্জয় মাজি বলেন,” মঙ্গলবার রাতে তৃণমূলের প্রচুর লোকজন আমাদের বাড়িতে চড়াও হয়ে ঘরবাড়ি ভাঙচুর শুরু করে । আমি বাধা দিতে গেলে ওরা আমাকে মারধর শুরু করে দেয় । তা দেখে আমার ছেলে আমাকে বাঁচাতে ছুটে আসে । তখন হামলাকারীরা আমাকে ছেড়ে দিয়ে ছেলেকে লাঠিসোঁটা দিয়ে ব্যাপক পেটায়।’
জানা গেছে,বলরাম মাজি গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায় । এরপর পরিবারের লোকজন বলরামকে উদ্ধার করে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে । কিন্তু অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় । কিন্তু বুধবার রাতে বর্ধমানে মৃত্যু হয় বছর বাইশের ওই যুবকের ।
বিজেপির বর্ধমান পূর্ব(গ্রামীণ) জেলার সহ সভাপতি অনিল দত্ত বলেন,’আমাদের দলের যুবকর্মী ছিলেন বলরাম মাঝি । মঙ্গলবার রাতে তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূলের হার্মাদবাহিনী । দুষ্কৃতিরা ভাঙচুরের পাশাপাশি বলরামের বাড়ি থেকে ৪-৫ লক্ষ টাকার মালপত্র লুটপাট করে নেয় । বাধা দিতে গেলে বলরামকে ব্যাপক মারধর করে । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু বুধবার রাতে বর্ধমানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । আমরা এই খুনের তীব্র ধিক্কার জানাই ।’ পাশাপাশি অনিলবাবুর অভিযোগ, ‘কেতুগ্রামের পুলিশ প্রশাসন নীরব । বেছে বেছে বিজেপি কর্মীদের মিথ্যা মামলার ফাঁসানো হচ্ছে । আমরা জানিনা এই অবস্থা থেকে মুক্তির উপায় কি ।’
অন্যদিকে কেতুগ্রামের নব নির্বাচিত তৃণমূল বিধায়ক শেখ সাহনাওয়াজের কথায়,’গত মঙ্গলবার শ্রীপুর গ্রামের বিজেপির লোকজন উত্তেজক কথাবার্তা বলায় আমাদের কর্মীরা প্রতিবাদ করেছিলেন । তখন এনিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় । তাতে আমাদের চারজন কর্মী গুরুতর আহত হয়েছেন । একজনের অবস্থা আশঙ্কাজনক ।বিজেপির উচিত সংযত হয়ে কথাবার্তা বলা।’ পাশাপাশি তিনি বলেন,’কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য আমাদের কর্মীদের সতর্ক করে দেওয়া হয়েছে ।’।