এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ আগস্ট : আফগানিস্তানে মেয়েদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল মার্কিন পর্যবেক্ষক সংস্থা এসইজিএআর (Special Inspector General for Afghanistan Reconstruction)। সংস্থার সর্বশেষ প্রতিবেদনে আফগানিস্তানের মহিলা,তরুনী ও কিশোরীদের পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে । এসইজিএআর তার সর্বশেষ প্রতিবেদনে বলেছে,তালিবানরা আফগানিস্তানে মহিলাদের চুড়ান্ত হয়রানি অব্যাহত রেখেছে, তাদের উপর নতুন নতুন বিধিনিষেধ আরোপ করা হচ্ছে । ষষ্ঠ শ্রেণির উপরে মেয়েদের স্কুলে যেতে দেওয়া হচ্ছে না । মার্কিন মনিটরিং এজেন্সি এসইজিএআর-এর আফগানিস্তান সম্পর্কীয় সাম্প্রতিক ত্রৈমাসিক প্রতিবেদনে অন্যান্য বিষয়ের পাশাপাশি আফগানিস্তানে মহিলা ও অল্প বয়সী মেয়েদের পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে, যা পেশ করা হয়েছে মার্কিন কংগ্রেসে ।
এসইজিএআর বলেছে, মানবাধিকার রক্ষা, বিশেষ করে মহিলাদের অধিকারকে সম্মান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত দাবি সত্ত্বেও, তালিবানরা নব্বইয়ের দশকে তাদের প্রথম শাসনের সময় মহিলা,তরুনী ও কিশোরীদের উপর যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছিল সেটাই অব্যাহত রেখেছে নতুন শাসনকালে। প্রতিবেদনে বলা হয়েছে, তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বিবৃতি দিয়েছিলেন যে ইসলামি শরিয়া অনুযায়ী মহিলা ও মেয়েদের অধিকার দেওয়া উচিত । কিন্তু বাস্তবে তারা মেয়েদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন । দ্বিতীয়বার ক্ষমতা দখলের পরে তালিবান সরকার আন্তর্জাতিক মান অনুযায়ী মানবাধিকার রক্ষার ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি দেয়নি ।
এসইজিএআর হিউম্যান রাইটস ওয়াচের মহিলা বিভাগের প্রধান হেদার বারের(Heather Barr) কথায়, ‘বর্তমান পরিস্থিতিকে আফগান মহিলাদের জন্য সবচেয়ে গুরুতর সঙ্কট কাল বলে মনে করা হচ্ছে ।’ এনিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন,’এটা খুবই মর্মান্তিক যে আফগানিস্তান হল বিশ্বের একমাত্র দেশ যেখানে মেয়েদের যৌনতার ভিত্তিতে বৈষম্য করা হয় । এনিয়ে তালিবানদের অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং সমস্ত মেয়েদের জন্য স্কুল খুলতে হবে । এছাড়াও মহিলা,তরুনী ও কিশোরীদের উপর জারি করা সমস্ত ধরনের নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
মঙ্গলবার কাবুলে নারী মানবাধিকার রক্ষকদের এক বৈঠকে তারা সব বালিকা বিদ্যালয় পুনরায় চালু করার দাবি জানিয়েছে । ওই বৈঠকে হেদার বার ষষ্ঠ শ্রেণীর উপরে মেয়েদের স্কুলে যেতে না দেওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং একটি প্রস্তাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনকে আফগান মেয়েদের শিক্ষায় সহায়তা করার জন্য অনুরোধ করেছেন ।।