এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,২৩ জানুয়ারী : মার্কিন ও ব্রিটিশ বাহিনীর যৌথ জোট মিলে ইয়েমেনি হুথিদের অস্ত্রভান্ডারে ভীষণ হামলা চালানোর কথা জানিয়েছে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় । সোমবার রাতে এক বিবৃতিতে পেন্টাগন লিখেছে যে এই দুই দেশের যোদ্ধারা এই হামলায় ইরান সমর্থিত ইয়েমেনি হুথিদের অস্ত্র, ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্যবস্তু করেছে । এই যৌথ বিবৃতি অনুসারে, আমেরিকান ও ব্রিটিশ বাহিনী গত কয়েকদিনে অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডের সমর্থনে ইয়েমেনে হুথি অবস্থানের বিরুদ্ধে আটটি হামলা চালিয়েছে।
দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে,’এই সুনির্দিষ্ট আক্রমণগুলির লক্ষ্য হল সেই ক্ষমতাগুলিকে ব্যাহত করা এবং দুর্বল করা যা হুথিরা বিশ্ব বাণিজ্য এবং নিরীহ নাবিকদের জীবনকে হুমকির জন্য ব্যবহার করে।’ তবে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শাপস এক বিবৃতিতে বলেছেন, দেশটির বাহিনী আত্মরক্ষায় এসব হামলা চালিয়েছে। যৌথ বিবৃতিতে বলা হয়েছে,’এই পদক্ষেপটি বিশ্ব বাণিজ্যকে হুমকি দেওয়ার জন্য হুথিদের ক্ষমতাকে আরও একটি ধাক্কা দেবে।’
এসব হামলায় এখনও পর্যন্ত কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রয়টার্স লিখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পদক্ষেপগুলি লোহিত সাগরে জাহাজ চলাচলের বিরুদ্ধে হুথিদের আক্রমণ থামাতে সক্ষম হয়নি।
ইয়েমেনের অধিকাংশ নিয়ন্ত্রণকারী হুথিরা গাজায় ইসরাইল হামলার পর লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করেছে। এই আক্রমণগুলি বিশ্বব্যাপী পরিবহন ব্যাহত করেছে এবং বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। ইয়েমেনের হুথি হামলার পর লোহিত সাগরে কন্টেইনার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বা রুট পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। রুশ ও ইয়েমেনে বিদেশমন্ত্রী লাভরভ এবং আবদুল্লাহিয়ান হুথি অবস্থানে মার্কিন ও ব্রিটিশ হামলার নিন্দা করেছেন ।।