এইদিন ওয়েবডেস্ক,কাবুল,১১ মে : আফগানিস্তানের উত্তর ও উত্তর-পূর্বের ১০ টি প্রদেশে মরক্কোর পঙ্গপালের হানা নিয়ে সতর্ক করল জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা । আফগানিস্তানের ওই প্রদেশগুলিকে দেশের গম উৎপাদনের কেন্দ্র হিসাবে মনে করা হয় । বুধবার সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের বাদাখশান, বাদঘিস, বাঘলান, বলখ, কুন্দুজ, সামাঙ্গন, সরপুল, তাখার, হেরাত এবং ঘোর প্রদেশে মরক্কোর পঙ্গপালের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে ।
আফগানিস্তানে সংস্থার প্রতিনিধি রিচার্ড ট্রেনচার্ড বলেছেন,’এটা অত্যন্ত উদ্বেগের বিষয় । মরক্কোর পঙ্গপাল গাছের ফল এবং ৫০ টি খাদ্য শস্য সহ ১৫০ টিরও বেশি প্রজাতির উদ্ভিদ খায়, যার সবকটিই আফগানিস্তানে জন্মে ।’ তিনি জানান,পঙ্গপালের বিস্তারের কারনে চলতি বছরে ৭,০০,০০০ থেকে ১ মিলিয়ন টন গমের ক্ষতির কারণ হতে পারে, যা আফগানিস্তানের মোট বার্ষিক ফসলের এক চতুর্থাংশ । যার মূল্য ২৮০ থেকে ৪৮০ মিলিয়ন ডলার ।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে,খরা সহ অনেকগুলি কারণে এই সমস্ত কীটপতঙ্গের প্রাদুর্ভাবের সম্ভাবনার সৃষ্টি হয় । অনুকুল পরিবেশ থাকায় আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলিতে মরক্কোর পঙ্গপালের বিস্তারের ভাল সম্ভাবনা রয়েছে ৷ ট্রেনচার্ডের মতে, যদি এখন থেকেই মরক্কোর পঙ্গপাল নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আগামী বছরে তাদের সংখ্যা ১০০ গুণ বাড়তে পারে এবং আফগানিস্তান ও তার প্রতিবেশী রাষ্ট্রগুলির কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য আরও বেশি সমস্যা সৃষ্টি করতে পারে । পঙ্গপালের প্রজনন রোধ করতে যান্ত্রিক এবং রাসায়নিক নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলি জোরদার করতে তহবিল সংগ্রহ করে রাখা খুবই জরুরি বলে মন্তব্য করেছেন রিচার্ড ট্রেনচার্ড ।
জাতিসংঘ জানিয়েছে,আফগানিস্তানে খুব শক্তিশালী পঙ্গপাল নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল, কিন্তু তালিবান ক্ষমতায় আসার সাথে সাথে গত দুই বছরে এই ব্যবস্থাটি মারাত্মকভাবে ধ্বংস হয়ে গেছে ।।