এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১২ জুলাই : জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দল তাদের নতুন প্রতিবেদনে তালিবানের ৬১ জন উচ্চপদস্থ সদস্যের নাম প্রকাশ করেছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সোমবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে তালিবান মন্ত্রিসভার ৩৫ সদস্য এবং এই গোষ্ঠীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও দেখা যায়। এই দলে রয়েছেন তালেবানের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান, অর্থনৈতিক উপমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার, আবদুল সালাম হানাফি, প্রশাসনিক উপ, আবদুল কবির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপমন্ত্রী, বিদেশমন্ত্রী আমির খান মোতাগি, এবং অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানি ।
তালিবান গোয়েন্দাদের মহাপরিচালক আবদুল হক ওয়াথিক, হজ ও আওকাফ মন্ত্রী নূর মোহাম্মদ সাকিব, তথ্য ও সংস্কৃতিমন্ত্রী খায়রুল্লাহ খায়েরখাহ, সীমান্ত, উপজাতি ও উপজাতি মন্ত্রী নুরুল্লাহ নুরি এবং হামিদুল্লাহ আখুন্দের নামও রয়েছে তালিকায় । তালিবানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নূর আহমাদ আগাও এই তালিকায় রয়েছেন। এ ছাড়াও তালেবান অর্থনীতির মন্ত্রী দীন মোহাম্মদ হানিফ, গণপূর্তমন্ত্রী মোহাম্মদ ইসা থানি, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নজিবুল্লাহ হাক্কানি, নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রী হামদুল্লাহ নোমানি, জ্বালানিমন্ত্রী আবদুল লতিফ মনসুর। এবং জল ও খনি ও পেট্রোলিয়াম মন্ত্রী হেদায়েতুল্লাহ বদ্রী মঞ্জুরিকৃত মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ।
তালিবানের প্রাকৃতিক দুর্যোগ বিভাগের প্রধান নুরুদ্দিন তোরাবি, রেড ক্রিসেন্টের প্রধান শাহাবুদ্দিন দেলাওয়ার, শ্রম ও সামাজিক বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ জাহিদ, বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী কাদরতুল্লাহ জামাল, জন মোহাম্মদ মাদানি, মোল্লা হেবাতুল্লাহর আর্থিক উপদেষ্টা রফিকুল ইসলাম প্রমুখের নাম রয়েছে । এই তালিকায় রয়েছেন সৈয়দ গিয়াথুদ্দিন আগা এবং এ্যাফেয়ার্স বিভাগের প্রধান আব্দুল ওয়ালী সিদ্দিকী।
প্রতিবেদনে বলা হয়েছে, তালিবানের অভিবাসী মন্ত্রী খলিল আল-রহমান হাক্কানি এবং সিরাজ হাক্কানির ভাই ইয়াহিয়া হাক্কানি সহ হাক্কানি নেটওয়ার্কের কিছু সদস্য এই নেটওয়ার্কের অনুমোদিত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন।এছাড়াও, তালিবান অফিসের বেশ কয়েকজন প্রধানও জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়া আফগানিস্তানের বাইরে ভ্রমণ করার অধিকার এই লোকদের নেই এবং বিদেশে তাদের সম্পদ অবরুদ্ধ করা হয়েছে। জাতিসংঘ তালিবানের নিষিদ্ধ সদস্যদের একটি তালিকা প্রকাশ করেছে, যখন এই গোষ্ঠীর কিছু কর্মকর্তা নিরাপত্তা পরিষদের অনুমতি ছাড়াই বিদেশে ভ্রমণ করেছিলেন ।।