এইদিন ওয়েবডেস্ক,কাবুল,২৯ ডিসেম্বর : পাকিস্তানের কারাগারে বন্দি আফগান শরণার্থীদের ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ । জাতিসংঘের আফগানিস্তান মিশনের ভারপ্রাপ্ত প্রধান নাসির আহমাদ ফাইক বৃহস্পতিবার পাকিস্তানের জেলে বন্দি আফগান শরণার্থী শিশুদের একটি ছবি প্রকাশ করেছেন । ছবিটিতে দেখা গেছে কারাগারের একটি জানালা দিয়ে মুখ বাড়িয়ে বসে আছে কয়েকজন নিষ্পাপ শিশু । ফাইক বলেন, কাগজপত্রের অভাবে বেশ কিছু আফগান শরণার্থী, বিশেষ করে শিশু ও নারীরা পাকিস্তানের করাচির একটি কারাগারে বন্দী রয়েছে । বর্তমানে তারা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন দিন কাটাচ্ছে ।
ফাইক জাতিসংঘের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে ওই সমস্ত আফগান বন্দিদের কথা গুরুত্ব দিয়ে ভাবা হয় ।
প্রসঙ্গত,এক বছর আগে তালিবান ক্ষমতা দখলের পর দেশ ছাড়া হিড়িক পড়ে যায় আফগানিস্তানে । মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের পাশাপাশি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে পালিয়ে আসে বহু মানুষ । কিন্তু পাকিস্তান সরকার তাদের গ্রেফতার করে দেশের বিভিন্ন জেলে পাঠিয়ে দেয় । ওই সমস্ত আফগানিদের মধ্যে বহু বৃদ্ধ-বৃদ্ধা,মহিলা ও শিশুও রয়েছে । কারাগারের মধ্যে তারা অবর্ননীয় কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে । সম্প্রতি একজন আফগান রোগীর মৃত্যু হয় কারাগারের মধ্যে । তাই দাবি উঠছে বিনা দোষে কারাদণ্ড ভোগ করা ওই সমস্ত মানুষদের অবিলম্বে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবন যাপন করার সুযোগ করে দিক পাকিস্থান সরকার ।।